জন্ম নিবন্ধন করবেন যেভাবে!
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ১০টি অঞ্চলে জন্ম নিবন্ধন করতে পারবেন।
উত্তরের ৫টি অঞ্চল হচ্ছে- উত্তরা-০১, মিরপুর-২, মহাখালী-০৩, মিরপুর ১০-০৪, কারওয়ান বাজার-০৫। দক্ষিণের ৫টি অঞ্চল হচ্ছে- নগরভবন ১২ তলা-০১, নগরভবন দ্বিতীয়তলা-০২, আজিমপুর-০৩, খিলগাঁও-০৪, সায়েদাবাদ-০৫।
কোন কাগজগুলি লাগবে:
১. পাসপোর্ট সাইজের ছবি।
২. জন্মতারিখ প্রমাণের কাগজ যেমন- টিকার কার্ড/হাসপাতাল সনদ/ছাড়পত্র/স্কুল সার্টিফিকেট/পাসপোর্ট/ভোটার আইডি কার্ড/কাবিননামা এবং বাবা-মার ভোটার আইডি কার্ডের ফটোকপি। জন্ম নিবন্ধনের আবেদনপত্র ইংরেজি ও বাংলায় করতে পারবেন।
ফি কত লাগবেঃ
১. জন্মের ৪৫ দিন পর্যন্ত কোনো ফি লাগবে না।
২. জন্মের ৪৫ দিন থেকে পাঁচ বছর পর্যন্ত ২৫ টাকা+১৫% ভ্যাট লাগবে।
৩.জন্মের পাঁচ বছর পরে ৫০ টাকা+১৫% ভ্যাট লাগবে।
৪.জন্মতারিখ সংশোধনের জন্য আবেদন ফি ১০০ টাকা+১৫% ভ্যাট লাগবে।
৫. জন্মতারিখ ছাড়া নাম, বাবার নাম, মার নাম, ঠিকানা ইত্যাদি তথ্য সংশোধনের জন্য আবেদন ফি ৫০ টাকা+১৫% ভ্যাট লাগবে।
৬. বাংলা ও ইংরেজি উভয় ভাষায় তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহ করার জন্য কোনো ফি লাগে না।
৭. বাংলা ও ইংরেজি ভাষায় নকল সরবরাহ করতে ৫০ টাকা+১৫% ভ্যাট লাগবে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.