আমার লক্ষ্য ছক্কা ও সেঞ্চুরি হাঁকানো: আন্দ্রে রাসেল
দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন আন্দ্রে রাসেল। চলমান আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলে আছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি জানিয়েছেন, জাতীয় দলের হয়ে তুফান তোলার অপেক্ষায় আছেন।
২০১৫ সালের পর মাত্র একটি ওয়ানডে খেলেছেন রাসেল। তবে আইপিএলের দ্বাদশ আসরে ব্যাট হাতে আছেন ফর্মের তুঙ্গে। ২০০’র ওপর স্ট্রাইক রেটে ১১ ম্যাচে করেছেন ৪০৬। ফলে এ গুঞ্জনটাও ছিল। এবার জাতীয় দলে ফিরছেন তিনি। তাই বিশ্বকাপের দলে নিজের নাম দেখে খুব একটা অবাক হননি।
রাসেল বলেন, বিশ্বকাপ দলে ডাক পেয়ে আমি মোটেও আশ্চর্য হইনি। আমি ভালো করছিলাম। তাই নির্বাচকদের নজরে ছিলাম। আমি জানি, জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে আমাকে সেরাটাই দিতে হবে। তবে বিশ্বকাপ দলে ফেরার জন্য মনোযোগ দিয়ে খেলেছি তা কিন্তু নয়। আমি চেয়েছিলাম, এখানে আমার কাজটা সর্বোত্তমভাবে করার।
অনেক দিন ধরে উইন্ডিজের জার্সিতে মাঠে নামতে না পারায় দলকে প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছেন ক্যারিবিয়ান হার্ডহিটার। তিনি বলেন, এখন মূল দলের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য আমি ক্ষুধার্ত হয়ে আছি। এখানকার মতোই, আমার লক্ষ্য ছক্কা ও সেঞ্চুরি হাঁকানো। সবশেষ জাতীয় দলের হয়ে খেলার সময় হাঁটুর চোটের জন্য আমাকে দুটি ইনজেকশন নিয়ে খেলতে হয়েছিল। পরে আবার ছিটকে গিয়েছিলাম। তখনকার অনুভূতিটা খুব খারাপ ছিল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো দেখছিলাম। কিন্তু আমার কিছুই করার ছিল না।
ওয়েস্ট ইন্ডিয়ানদের বিশ্বকাপ মিশন শুরু হবে ৩১ মে, পাকিস্তানের বিপক্ষে নটিংহ্যামের ট্রেন্টব্রিজে। এর আগে আয়ারল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে তারা। তবে এ টুর্নামেন্টে দলে নেই রাসেল।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.