১১টি হাড় ভাঙলেও মন ভাঙেনি তার, দেখাবেন আসল লড়াই
বছর তিনেক আগে মোটরবাইক রেসের সময় দুর্ঘটনায় পড়ে বিপণ্ন ছিল জীবন। কিন্তু, তিনিই আবার গাড়ির রেসে অংশ নিয়ে নাম লেখাতে চান ইতিহাসে।দর্শক, বলা হচ্ছে ব্রিটিশ রেসার জেফ এইজেনবার্গের কথা। বালির মাঝে সর্বোচ্চ গতিতে গাড়ি চালানোর রেকর্ড গড়ার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।ইয়র্কশায়ারের এলভিংটন এয়ারফিল্ডে ছুটে চলছে একটা গতিদানব। প্রতি ঘন্টায় ৩৬০ কিলোমিটার গতিতে এই পোরশে গাড়িটাকে ছোটাচ্ছেন ব্রিটিশ এক পাগলাটে রেইসার। যার নাম জেফ এইজেনবার্গ।
গতির মাঝে মাদকতা খুঁজে পান এই ধনাঢ্য ব্যক্তি। ৩ এপ্রিলের এই ড্রাইভিংটা ছিলো অনুশীলন। মূল রেইসের জন্য প্রস্তুতির আগে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে। আরো একটু পাকিয়ে নিচ্ছেন হাত।অথচ ২০১৬ সালে মোটরবাইক রেসের সময় মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন এইজেনবার্গ। এই দুর্ঘটনায় শরীরের ১১টি হাড় ভেঙে যায় তার। পরে তিন মাস হাসপাতালে ভর্তি ছিলেন। সে যাত্রায় কোনো রকমে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিটির গতির নেশা তারপরও কমেনি এতোটুকুও। ৩ বছর আগের দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায়। কিন্তু, সেই ভয়কেই জয় করতে চান তিনি।
সট: জেভ এইজেনবার্গ এই গতিতে গাড়ি চালানোর আগে অনেক কিছু নিয়েই ভাবনা আসে। গাড়ির সব রকম পরীক্ষা করেছি। এখন প্রার্থণা করি গাড়িটা যেনো পরিকল্পনা মাফিক কাজ করে। তবে, আবহাওয়া কেমন থাকবে, বালির প্রকৃতিই কেমন হবে সেসব জানতে রেইসের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় থাকেনা।এবার একটা রেকর্ড ভাঙার সংকল্প নিয়ে নামছেন এই রেইসার। দক্ষিণ ওয়েলসের পেন্ডিন স্যান্ডসে ঘন্টায় ৩২২ কিলোমিটারের বেশি গতি তুলতে চান তিনি।জেভ এইজেনবার্গ বলেন, প্রথম টেস্ট ড্রাইভ পরিকল্পনা মতো হয়নি। কিন্তু, রাতভর কাজ করেছি আমরা। আমরা আবারো গাড়িটাকে প্রস্তুত করা হয়েছে। আমি বলবো, এখন সন্তুষ্ট হওয়া যায়। গাড়ির গতি দারুণ। আর এটাই আমাদের দরকার। ২০০ মাইলের বেশি গতিতে গাড়ি ছোটানোর দুঃসাধ্য কাজটাই করতে চাই আমি।
২০১৫ সালে ঘন্টায় ২৮৯.৬ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে পেন্ডিন স্যান্ডসে রেকর্ড গড়েন হলিউড তারকা ইদ্রিস এলবা। মারভেল সিরিজের 'থর' নামক চলচ্চিত্রের এই অভিনেতাকে এবার টপকে যেতে মরিয়া এইজেনবার্গ।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.