মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’ পাওয়া যাচ্ছে সারাদেশে।
দেশের নতুন ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’ পাওয়া যাচ্ছে সারাদেশে। ডাক বিভাগের এই সেবাটি অনুমোদিত আউট লেট থেকেই নিতে পারবেন গ্রাহকরা।আর গত ৭ এপ্রিল রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নগদের প্রথম টিভিসি, সেই সঙ্গে নিজেদের লোগোতেও তারা এনেছে নতুনত্ব। দেশের সকল টিভি ও ডিজিটাল মিডিয়াতে এই বিজ্ঞাপনটি প্রচারিত হবার কথা রয়েছে। অনুষ্ঠানে নগদের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর সাত দিনের মাথায় ডাক বিভাগ সারা দেশে এই সেবাটি জনসাধারণের নাগালে নিয়ে আসতে সক্ষম হয়েছে।নগদের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে দেশের সব জেলা পোস্ট অফিস এবং বাজারে নগদ এর বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। দেশব্যাপী এক লাখেরও বেশি উদ্যোক্তা নগদ এর সেবা দিতে প্রস্তুত।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.