সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    চিড়িয়াখানায় নেকড়ের খাঁচায় কুকুর রেখে দর্শকদের বিভ্রান্ত!

    চিড়িয়াখানায় নেকড়ের খাঁচায় কুকুর রেখে দর্শকদের বিভ্রান্ত!

    চীনের একটি চিড়িয়াখানার বিরুদ্ধে দর্শকদের বিভ্রান্ত করার অভিযোগ উঠল। জানা গেছে, তারা কুকুরকে খাঁচায় বন্দি করে, খাঁচার গায়ে ‘নেকড়ে' লেখা সাইনবোর্ড টাঙিয়েছে। চীনের ইউহান শহরের জিউফেং চিড়িয়াখানার শনিবার এমন ঘটনা ঘটেছে।

    চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে এর যথেষ্ট ব্যাখ্যা রয়েছে। তাদের দাবি, ওই ঘেরাটোপে একটি নেকড়েও থাকে, কিন্তু সেই সময়ে সে ঘুমাচ্ছিল। কুকুরটি থাকে তার সঙ্গী হিসাবে। এমনটাই জানিয়েছেন চিড়িয়াখানার এক কর্মী। 

    ওই কর্মীর ব্যাখ্যা, ওই নেকড়েটি খুবই হিংস্র। সে বাকি নেকড়েদের আহত করে ফেলে বলে তাকে আলাদা করে রাখা হয়েছিল। কিন্তু তাতে সে কিছুদিনের মধ্যেই নিঃসঙ্গতায় ভুগতে শুরু করে। তাকে সঙ্গ দেওয়ার জন্য কুকুরদের রাখার ব্যবস্থা করা হয়। 



    তিনি আরও জানান, তাদেরই একজনের সঙ্গে নেকড়ের সুসম্পর্ক তৈরি হয়ে যায়। ওরা দু'জনেই শেষ দু'বছর ধরে একই খাঁচায় খুশি মনে থাকে। সম্ভবত ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্কও তৈরি হয়েছে। 

    তবে দর্শকদের মনে যে সন্দেহ তৈরি হয়েছে তাকেও উড়িয়ে দেওয়া যায় না। আগেও দু'বার এক পশুর খাঁচায় অন্য পশুর উপস্থিতি চোখে পড়েছিল। ২০১৭ সালে গুসিয়ান চিড়িয়াখানায় সত্যিকারের পেঙ্গুইনের বদলে খেলনা পেঙ্গুইন দেখে দর্শকেরা রেগে গিয়েছিলেন। আর একবার সাইবেরিয়ান বাঘের খাঁচাতেও দর্শকদের চোখে পড়েছিল কুকুর।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !