মুক্তিযোদ্ধার বয়সসীমা সাড়ে ১২ বছর নির্ধারণের পরিপত্র বাতিল
মুক্তিযোদ্ধার ন্যূনতম বয়সসীমা সাড়ে ১২ বছর নির্ধারণের সর্বশেষ পরিপত্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জারি করা তিনটি পরিপত্রের সবকটিকেই বাতিল ঘোষণা করেছেন হাই কোর্ট।বয়সসীমা নির্ধারণের পরিপত্র চ্যালেঞ্জ করে ১৫টি রিট আবেদনে দেওয়া রুলের নিষ্পত্তি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ রবিবার এ আদেশ দেন।
সেসঙ্গে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮ এর ২ এর ১১ ধারা অনুযায়ী বয়সসীমা বেঁধে দেওয়ার মাধ্যমে ‘বীর মুক্তিযোদ্ধার’ সংজ্ঞা নির্ধারণকে অসাংবিধানিক ঘোষণা করেছেন হাই কোর্ট।আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন, ব্যারিস্টার ওমর সা’দ, তার সঙ্গে সেলিনা আকতার ও আয়েশা আকতার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মুখলেছুর রহমান।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.