আগুনের মাঝে ক্রিকেট খেললেন এই 'ক্রিকেটার
ক্রিকেট নিয়ে তার ভালবাসার শেষ নেই। তার দু:সাহসিক কর্মকাণ্ডে তিনি বরাবরই থাকেন আলোচনায়। এর আগে বরফ ও নদীর তলদেশে ক্রিকেট খেলেছেন। এবার সংকল্প ছিল আগুনের মাঝে ক্রিকেট খেলার। সাবেক ইংলিশ ক্রিকেট তারকা এন্ড্রু ফ্লিনটফের পরামর্শে সেটাও করে দেখালেন। যার কথা বলছি, তিনি বিবিসির উপস্থাপক ক্রিস স্টার্ক। দর্শক ক্রিস স্টার্কের অদ্ভুত সব কর্মকাণ্ডের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদন।৩২ বছর বয়সী লোকটা ভীষণ চঞ্চল। কথার মারপ্যাঁচে মানুষকে ফেলতে পছন্দ করেন। সাথে গীটারে ঝড় তোলার নেশাও আছে। কিন্তু তার চেয়েও বড় নেশা যে তার ক্রিকেটে। সেখান থেকেই একদিন কাজ করার সুযোগ পান বিবিসিতে।
পাড়ার মাঠে তো ক্রিকেট খেলেনই। পানির নিচে ক্রিকেট খেললে কেমন হয়। এই ধারনা থেকেই পানির নিচে ক্রিকেট খেলে সবাইকে তাক লাগিয়ে দেন স্টার্ক। এরপর বরফে আচ্ছাদিত গ্রাউন্ডে ক্রিকেট খেলেও থামেনি তার দস্যিপনা। সেই খেয়ালিপনা থেকেই একদিন মাথায় আসে আগুনের ভেতর ক্রিকেট খেললে কেমন হয়? যেই ভাবনা সেই কাজ। দ্বারস্থ হলেন ইংলিশ ক্রিকেট গ্রেট অ্যান্ড্রু ফ্লিনটফের কাছে। ফ্লিনটফও মজা পেলেন ব্যাপারটায়। বাতলে দিলেন আগুনের মাঝে ক্রিকেট খেলার পন্থা!আর মাত্র সপ্তাহ দুয়েক পর নিজ দেশে বসছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। মনের ইচ্ছেটাকে পূরণ করার মোক্ষম সময় এটা। তাই বলে আগুন নিয়ে খেলা! দুঃসাহস দেখাতে কাগজ কলম নিয়ে বসলেন পরিকল্পনা করতে।
ক্রিস স্টার্ক বলেন, এটা সত্যিই একটা চ্যালেঞ্জের কাজ ছিল। আগুন তো আর হাত দিয়ে ধরা যায় না। দুর্ঘটনা ঘটার ঝুঁকি থাকে। কিন্তু আমি থামবো না। তাই উপায়ও একটা বের করে ফেললাম দিনক্ষণ আর ভেন্যু ঠিক করে মাঠে নামলেন স্টার্ক। নিয়ে আসলেন বিশেষ আগুন। আগুনে মুড়ে দেয়া হল চারপাশ। শুরু হল আগুনের মাঝে তার দু:সাহসিক খেলা।কিন্তু প্রথম কয়েকটি বল ব্যাটেই লাগাতে পারলেন না স্টার্ক। অবশেষে শনির দশা কাটালেন স্টার্ক। ব্যাটের সাথে সংযোগ করতে পারলেন বল টাকে। আর আনন্দে মাতোয়ারা হল পুরো দল। কারণ বিশ্বের প্রথম আগুন ক্রিকেটটা যে খেলা হয়ে গেছে!
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.