সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ‘পাকিস্তানে যা’ বলেই গুলি মুসলিম যুবককে

    ‘পাকিস্তানে যা’ বলেই গুলি মুসলিম যুবককে
    ভারতের এবার গুলি করা হল এক মুসলিম যুবককে। কেবল সংখ্যলঘু হওয়ার কারণেই তাকে গুলি করা হয়েছে বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের বেগুসরাইয়ের চেরিয়া-বরিয়ারপুর থানার কুম্ভি গ্রামে।পুলিশ বিদ্বেষমূলক অপরাধের ঘটনায় রাজীব যাদব নামে এক যুবকের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।অভিযোগ, সোমবার মদ্যপ অবস্থায় রাজীব রাস্তায় এক ফেরিওয়ালাকে তার নাম জিজ্ঞাসা করে। বছর তিরিশের ওই ফেরিওয়ালা জানান, তার নাম মহম্মদ কাশিম। কাশিমের অভিযোগ, এই শুনেই ওই মত্ত যুবক তাকে বলে, ‘এখানে কী করছিস? পাকিস্তানে যা।’ দু’জনের কথা কাটাকাটি হয়। এরপরই একটি ‘ওয়ানশুটার’ বের করে কাশিমকে গুলি করে রাজীব। গুলি কাশিমের পিঠে লাগে। সেই অবস্থাতেই কাশিম পালায়। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। 

    এই ঘটনার প্রেক্ষিতে বেগুসরাই লোকসভা আসনের সদ্য ‘রানার্স’ তথা সিপিআইয়ের কানহাইয়া কুমার অভিযোগ করেছেন, যে নেতারা এই বিদ্বেষের রাজনীতি ছড়িয়েছেন, তারাই এই ঘটনার জন্য দায়ী। তিনি অপরাধীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। কানহাইয়ার আক্রমণের লক্ষ্য অবশ্যই তাঁর প্রতিদ্বন্দ্বী তথা বেগুসরাইয়ের বিজয়ী সাংসদ, বিজেপির গিরিরাজ সিংহ। এর আগে গিরিরাজ দেশের একাধিক ব্যক্তিকে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিয়েছেন। রাজীবের কথাতেও তাই সেই গিরিরাজেরই ছায়া দেখছেন কানহাইয়ারা।

    সূত্র: আনন্দবাজার

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !