ইরানের প্রস্তাবকে স্বাগত জানাল রাশিয়া
ইরানের অনাক্রমণ চুক্তির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অনাক্রমণ চুক্তি সইয়ের যে প্রস্তাব দিয়েছে তা ইতিবাচক এবং এ ধরণের চুক্তি উত্তেজনা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সোমবার মস্কোতে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতকাল ইরাক সফরের সময় আবারও পারস্য উপসাগরীয় দেশগুলোকে অনাক্রমণ চুক্তি সইয়ের প্রস্তাব দিয়েছেন। এ ধরণের চুক্তি সই হলে ইরানসহ এ অঞ্চলের দেশগুলো কেউ কারো ওপর হামলা চালাতে পারবে না এবং যেসব দেশের মধ্যে ইরান-ভীতি কাজ করে তারাও চিন্তামুক্ত থাকতে পারবে। এ প্রস্তাবের বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের প্রস্তাবে রুশ দৃষ্টিভঙ্গীর প্রতিফলন ঘটেছে। রাশিয়া মনে করে ইরান ও এ অঞ্চলের আরব দেশগুলো মিলেই পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। তিনি বলেন, এ বিষয়ে আরব দেশগুলোর মধ্যে মতৈক্য নেই। কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পারস্য উপসাগরে অতিরিক্ত দেড় হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ পদক্ষেপ পারস্য উপসাগরীয় অঞ্চলে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দেবে।এ সময় তিনি ল্যাটিন আমেরিকায় ওয়াশিংটনের হস্তক্ষেপমূলক নীতিরও সমালোচনা করেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.