সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন যাজক

    কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন যাজক

    ইসলাম ও পবিত্র গ্রন্থ কোরআন সম্পর্কে গবেষণা করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ৭০ বছর বয়সী সাবেক মার্কিন যাজক স্যামুয়েল আর্ল শ্রপশায়ার। মঙ্গলবার সৌদি আরবের গণমাধ্যম সাবাককে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা একথা জানিয়েছেন সাবেক এ মার্কিন যাজক।সাক্ষাতকারে স্যামুয়েল আর্ল শ্রপশায়ার জানান, সৌদি আরবে যাওয়ার পর বন্ধুত্বপূর্ণ আতিথেয়তায় মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

    তিনি জানান, ২০১১ সালে প্রথমবার সৌদি আরবের জেদ্দায় কোরআনের অনুবাদ করতে যান। সেই সময় মার্কিন গণমাধ্যমে মুসলমানদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হত। কিন্তু আমি খুব দ্রুতই বুঝতে পারি যে, মার্কিন গণমাধ্যমে আমি যা দেখেছি ও শুনেছি, তার সঙ্গে এখানকার (সৌদি আরব) বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।তিনি বলেন, আমি এখানে (সৌদি) অনেক মহৎ মানুষ দেখতে পেয়েছি- যারা মুসলিম অথবা অমুসলিম-সেই বিবেচনা না করে শুধু মানুষ হিসেবে বিবেচনায় নিয়ে সবার সঙ্গে নম্র ও ভালো আচরণ করেন। এতেই আমার ইসলামের প্রতি ভালোলাগা তৈরি হয়ে যায়।

    বর্তমানে তিনি সৌদি আরবেই আছেন। শান্তি ও সংহতির জন্য মুসলমানদের কণ্ঠস্বর নামে অলাভজনক সংগঠন প্রতিষ্ঠা করেছেন তিনি।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !