সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ইংল্যান্ডেই শেষ বিশ্বকাপ খেলবেন যারা!

    ইংল্যান্ডেই শেষ বিশ্বকাপ খেলবেন যারা!

    বেজে উঠেছে বিশ্বকাপের দামামা, আর মাত্র কয়েকটা দিন। তারপরই ক্রিকেটের রণাঙ্গনে শুরু হয়ে যাবে লড়াই। কোন দল কেমন খেলবে, তা আগে থেকে আন্দাজ করা মুশকিল. তবে প্রতিটি দলেই এমন কয়েকজন তারকা রয়েছেন, যিনি দলের জন্য চলতি বছরের বিশ্বকাপে শেষবারের মতো প্রাণ উজাড় করে দেবেন। কারণ এবারের বিশ্বকাপ তাদের জন্য শেষ বিশ্বকাপ হয়ে চলেছে। 

    দেখা যাক, কারা সেই ক্রিকেটার-

    ১। শোয়েব মালিক (পাকিস্তান)-

    পাকিস্তান ক্রিকেট দলের অভিজ্ঞ শোয়েব মালিক ইংল্যান্ডেই সম্ভবত শেষ বিশ্বকাপ খেলতে নামবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

    ২। ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)-

    ২০১৯ সালের আইপিএলের পার্পেল ক্যাপ জয়ী বর্ষীয়ান ইমরান তাহির আগেই ঘোষণা করে দিয়েছেন বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান। তাই তাহিরের শেষ বিশ্বকাপ ইংল্যান্ডেই। 

    ৩। ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)-

    ২০১৯ সালের বিশ্বকাপ খেলেই যে একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন সেটা আগেই জানিয়েছেন ক্যারিবিয়ান বিগ হিটার ক্রিস গেইল। তাই গেইলের যে শেষ বিশ্বকাপ সে নিয়ে আর কোনো সন্দেহ নেই। 

    ৪। লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)-

    ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত সব কটি বিশ্বকাপেই খেলেছেন। ইংল্যান্ডেই সম্ভবত ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন ৩৫ বছর বয়সী লঙ্কান পেসার। 

    ৫। মহেন্দ্র সিং ধোনি (ভারত)-

    ২০০৭, ২০১১, ২০১৫ বিশ্বকাপে খেলেছেন। ২০১৯ সালে সম্ভবত শেষ বিশ্বকাপে মাঠে নামতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি।


    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !