Friday, May 16.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

অস্ত্রবিরতি চললেও গাজায় ইসরাইলি হামলা বন্ধ হয়নি

181725_bangladesh_pratidin_Untitled-1

মিসরের মধ্যস্থতায় সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টা থেকে শুরু হয়েছে অস্ত্রবিরতি। তবে ইসরাইল এতে পাত্তা না দিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে।আল-জাজিরা টেলিভিশন জানিয়েছে, মিসর ও কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হলেও ইসরাইলি কর্তৃপক্ষ এ ব্যাপারে নিশ্চিত কিছু জানায়নি। যুদ্ধবিরতি ঘোষণার পরও রবিবার রাতজুড়ে বিমান হামলা অব্যাহত রাখে দখলদার ইসরাইল।

সোমবার সকালে ইসরাইলি যুদ্ধবিমান দক্ষিণ গাজার খান ইউনুসের একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও ইসরাইলি শহর ও জনবসতিতে আবার রকেট নিক্ষেপ করেছে।হামাস বলছে, ইসরাইল ফিলিস্তিনি জনগণের দাবি না মানলে চলমান যুদ্ধ থামবে না। অন্যদিকে হামাসের রকেট হামলায় চার ইসরাইলি নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলার কারণে ১৪৬ ফিলিস্তিনি আহত হয়েছেন এবং গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ১৫টি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1