৫০ ওভারে ৫০০ ছাড়িয়ে যাবে, বলছেন গিলক্রিস্ট
ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ ইনিংস করার রেকর্ড এখন ইংল্যান্ডের দখলে। গত বছরের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রান করেছিল দলটি। তাই ৫০ ওভারে ৫০০ রানের মাইলফলক ছাড়িয়ে যাওয়াও অসম্ভব মনে করেছেন না ক্রিকেট বোদ্ধারা। ক্রিকেট কিংবদন্তী অ্যাডাম গিলক্রিস্টের মতে এবারের বিশ্বকাপেই ইংল্যান্ডের পুরনো রেকর্ড ভেঙে যেতে পারে।
ফক্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ উন্মোচন অনুষ্ঠানে ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি অবশ্যই এটা হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড যে রেকর্ড গড়েছে সেটি অবশ্যই ভাঙবে। ব্যাটসম্যানদের ওপর টি২০ ক্রিকেটের প্রভাব পড়েছে। আমি আশা করি, এবারের আসরে সত্যিই বিশাল স্কোর হবে।
গিলক্রিস্ট মনে করেন ইংল্যান্ডই প্রথমে এ রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। পাশাপাশি ভারত ও অস্ট্রেলিয়ারও সে সম্ভাবনা আছে। তিনি বলেন, যদি অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে সেরাটা দিতে পারে এবং সেরকম আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারে তাহলে তাদেরও এমন রেকর্ড না করার কোনো কারণ দেখি না।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.