সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    জেমি ডের সঙ্গে ১ বছরের চুক্তি নবায়ন করছে বাফুফে

    jemy-day

    এএফসি অনুর্ধ্ব ১৬ ও অনুর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশীপের জন্য তিনজন বিদেশি কোচ চূড়ান্ত করেছে বাফুফে।জুনের প্রথম সপ্তাহে বাফুফে একাডেমীতে যোগ দেবেন তারা।এমনটাই নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।এদিকে,আগামী ২৪ মে ১০ দিনের অনুশীলন ক্যাম্প করতে থাইল্যান্ড যাবে বাংলাদেশ জাতীয় দল।এর আগে,আনুষ্ঠানিকভাবে জেমি ডের সঙ্গে আরো এক বছরের জন্য চুক্তি নবায়ন করবে বাফুফে।

    আগামী সেপ্টেম্বরে কাতারে বসছে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের আসর। স্বাগতিকরা ছাড়াও এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও ইয়েমেন । এরপর নভেম্বরে বাহরাইনে হবে অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ।এতে লাল-সবুজ জার্সিধারীদের গ্রুপে আছে জর্ডান,বাহরাইন ও ভুটান।আছে সাফ চ্যাম্পিয়নশীপও। আর বয়ঃভিত্তিক এই টুর্নামেন্ট গুলোকে সামনে রেখে, নিজেদের শতভাগ প্রস্তুত করতে বেরাইদের বাফুফের ফুটবল একাডেমিতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ফুটবলাররা।

    ফুটবলের এই আসরগুলোর জন্য বাফুফে একাডেমিতে এবার তিনজন বিদেশি কোচ চূড়ান্ত করেছে ফেডারেশন। যাদের মধ্যে একজন একাডেমির প্রধান প্রশিক্ষক,একজন অনুর্ধ্ব-১৫ প্রধান কোচের দায়িত্ব নেবেন। আরেকজন কাজ করবেন গোলকিপার প্রশিক্ষক হিসেবে। জুনের প্রথম সপ্তাহে একাডেমীতে দেশীয় কোচদের সাথে তারা যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।এদিকে,বিশ্বকাপের প্রাক-বাছাই ম্যাচে এবার বাংলাদেশের প্রতিপক্ষ লাওস। এ ম্যাচের জন্য চলতি মাসের ২৪ তারিখে থাইল্যান্ডে ১০ দিনের অনুশীলন ক্যাম্প করবে জাতীয় দল। এর আগে,আগামী ২০ মে ঢাকায় ফেরার কথা রয়েছে দলের কোচ জেমি ডের। এরপরই আনুষ্ঠানিকভাবে এই ইংলিশ কোচের সঙ্গে আরো এক বছরের জন্য চুক্তি নবায়ন করবে বাফুফে ।আগামী ৬ ও ১১ জুন বিশ্বকাপের প্রাক-বাছাই ম্যাচে লাওসের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !