ভারতীয় নৌ-বাহিনীকে যুদ্ধে দক্ষ অ্যাপাচে হেলিকপ্টার দিল আমেরিকা
ভারতীয় নৌ-বাহিনীর হাতে যুদ্ধে দক্ষ অ্যাপাচে হেলিকপ্টার তুলে দিল আমেরিকা। আমেরিকার আরিজোনা প্রদেশের মেসাতে আনুষ্ঠানিকভাবে প্রথম হেলিকপ্টারটি ভারতকে শুক্রবার প্রদান করা হয়।ভারতীয় বিমান বাহিনীর তরফে উপস্থিত ছিলেন এয়ার মার্শাল এএস বুটোলা। এই অনুষ্ঠানে মার্কিন সরকারেরও বেশ কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
২০১৫ সালের সেপ্টেম্বরে মার্কিন সরকারের সঙ্গে অ্যাপাচে কপ্টার কেনার বিষয়ে চুক্তি সই করেছিল ভারত। মোট ২২টি অ্যাপাচে কপ্টার কেনা হয়েছে। অত্যাধুনিক এই হেলিকপ্টার যুদ্ধে অত্যন্ত দক্ষ। বিশেষ করে পাহাড়ি এলাকার জন্য খুবই উপযোগী অ্যাপাচে কপ্টার।এই বছরের জুলাই মাসে অ্যাপাচে কপ্টারের প্রথম ব্যাচ দেশে পৌঁছবে। ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীর কয়েকজন অফিসারকে এই কপ্টার চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অ্যাপাচে কপ্টার বিমান বাহিনীতে যোগ হওয়ার ফলে এর শক্তি কয়েকগুণ বেড়ে গেল বলে আশা করা হচ্ছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.