Friday, June 27.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

ইরানকে সামলাতে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন যুদ্ধজাহাজ-ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

112447_bangladesh_pratidin_bdp10

পরমাণু ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ইরান ও যুক্তরাষ্ট্র। চলছে বাকযুদ্ধ ও পাল্টাপাল্টি হুমকি। আর ইরানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।এ ব্যাপারে মার্কিন কর্মকর্তা জানান, উভগামী যুদ্ধজাহাজ ইউএসএস আরলিংটন উপসাগরীয় এলাকায় ইউএসএস আব্রাহাম লিংকন নামে আরেকটি যুদ্ধজাহাজের সঙ্গে যোগ দেবে।

এদিকে পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ইতিমধ্যে কাতারের ঘাঁটিতে ইউএস বি-৫২ বোমারু বিমান পৌঁছে গেছে। এছাড়া মার্কিন প্রতিরক্ষা দফতর থেকে আরও বলা হয়েছে, মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষাপটে এসব যুদ্ধযান মোতায়েনের সিদ্ধান্ত।এক বিবৃতিতে পেন্টাগন জানায়,ইরানের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র। তবে ওই অঞ্চলে মার্কিন বাহিনী ও স্বার্থ রক্ষায় প্রস্তুত’ ওয়াশিংটন।

সূত্র: বিবিসি

পেন্টাগনের বিবৃতির মনে হল তারা ভাল ভাবেই জানা যে, ইরানে হামলা হলে ইরানও পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না। তাছাড়া অাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ইরানের কাছি রাশিয়ার তৈরী S-300 ও নিজেদের তৈরী S-300 অাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বেশ কয়েকটি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। অপর দিকে প্যাট্রিয়ট আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অামেরিকার থাকলেও তা যে অনেকটা দূর্বল তার প্রমাণ মিলেছে হামাসের ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থানে ভাঙ্গার মাধ্যমে। 

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1