সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    পার্থক্যটা হল নুসরাত সুন্দর আর আমি...

    .com/proxy/

    ‘পার্থক্য একটাই-ও দেখতে সুন্দর, কিন্তু আমি দেখতে সুন্দর নই।’ টালিগঞ্জের অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত জাহানকে পাশে রেখেই নিজের সাথে এভাবে তুলনা টানলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দলীয় প্রার্থী নুসরাত জাহানকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এই মন্তব্য করেন তৃণমূল নেত্রী।

    শনিবার দুপুরে নুসরাতের সমর্থনে এক নির্বাচনী জনসভায় উপস্থিত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে মমতা বলেন, ‘পাঁচ বছর ধরে শুধু টিভিতে, রেডিওতে মুখ দেখিয়েছে। রেডিও, টিভি খুললেই শুধু ‘মন কি বাত’। পাঁচ বছর ধরে মানুষ ওই মুখ দেখে ক্লান্ত। মানুষ আর ওই মুখ দেখতে চায় না। মানুষ আর বিজেপিকে চায় না। তাই আগামী ১৯ মে ভোটের শেষ দিন। বিজেপিকে ভাল করে গণতন্ত্রের কবর দিন।’

    এসময় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের প্রার্থী নুসরাত, ও খুব ভাল মেয়ে। ওর দুই একটা কথা...ও বাচ্চা মেয়ে...ও রাজনীতি বোঝে না। আমরা যা করবো দল তাই করবে। মনে রাখবেন ওর কোন কথা নেই, দুঃখ পাবেন না। আমাদের দল যখন আছে...আমাদের দল ধর্ম নিরপেক্ষ দল। ধর্ম নিরপেক্ষতাকে বলি দিয়ে আমাদের দল কোন দিনও কোন কাজ করবে না। এইটুকু নিশ্চয়তা আমি আপনাদের দিলাম। আমি জীবন দেবো, প্রয়োজন হলে আমার দল জীবন দেবে কিন্তু সাম্প্রদায়িকতার কাছে আমরা মাথা নত করবো না। এটা মাথায় রাখতে হবে। নিশ্চিন্তে থাকুন।’

    তৃণমূল কংগ্রেস নেত্রী আরও বলেন, ‘আমি আপনাদের বলবো নুসরত আমাদের ঘরের মেয়ে। আমি হিন্দু, নুসরাত মুসলমান-আমাদের মধ্যে কোন প্রার্থক্য নেই। ওর যেই রক্ত, আমারও সেই রক্ত। ওর দুটো চোখ-আমারও দুটো চোখ। ওর দুটো পা-আমারও দুটো পা। ওর দুটো হাত-আমারও দুটো হাত। ওরও দুটো কিডনি-আমারও দুটো কিডনি। ওর একটা লিভার-আমারও একটা লিভার। পার্থক্য একটাই ও দেখতে সুন্দর-আমি দেখতে সুন্দর নই।’ মুখ্যমন্ত্রীর মুখে এই মন্তব্য শুনে নুসরাতসহ মঞ্চে উপস্থিত দলের নেতা-নেত্রী ও দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে-মমতা তখন বলেন, ‘আরে একটু তো হাসাহাসিও হয় সবসময় গম্ভীর হলে হয়?’

    উল্লেখ্য, আগামী ১৯ মে ভারতের সপ্তদশ লোকসভার নির্বাচনের শেষ পর্বে পশ্চিমবঙ্গের নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ। যার মধ্যে অন্যতম মুসলিম অধ্যুষিত এই ‘বসিরহাট’ কেন্দ্র। এই কেন্দ্রে নুসরাতের বিপক্ষে বিজেপি প্রার্থী হয়েছেন সায়ন্তন বসু, কংগ্রেসের কাজি আবদুর রহিম, সিপিআই প্রার্থী পল্লব সেনগুপ্ত।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !