শরিকদের ক্ষোভ প্রশমনে ২০ দলের বৈঠক ডেকেছে বিএনপি
শরিকদের ক্ষোভ প্রশমনের চেষ্টায় আগামী সোমবার বিকালে ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান। বৈঠকে ২০ দলীয় জোট থেকে সম্প্রতি বেরিয়ে যাওয়া বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার পার্থ জানান, ‘অনুষ্ঠিতব্য ২০ দলীয় জোটের বৈঠকে আমাকে আমন্ত্রণ জানিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে ফোন দেওয়া হয়েছে। তবে আমি ওই বৈঠকে অংশগ্রহণ করব না।’
বিএনপির নির্বাচিত পাঁচ সংসদ সদস্যদের শপথ গ্রহণকে কেন্দ্র করে ২০ দলীয় জোট থেকে ব্যারিস্টার পার্থের বেরিয়ে যাওয়া ও অন্যান্য শরিক দলগুলোর নেতিবাচক প্রতিক্রিয়ার মধ্যে জোটের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, জোটের শরিকদের ক্ষোভ প্রশমনে এই বৈঠক ডাকা হয়েছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.