যে শর্তে ভারতে ফিরতে রাজি জাকির নায়েক
ড. জাকির নায়েক, একজন ভারতীয় নাগরিক ও ইসলাম প্রচারক। ইসলাম প্রচারে বিশ্বব্যাপী যার সুনাম রয়েছে। ইসলাম প্রচারে তিনি প্রতিষ্ঠা করেছেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। এর তত্ত্বাবধানে ‘পিস টিভি’ নামে একটি চ্যানেলের মাধ্যমে তিনি গোটা বিশ্বে ইসলাম প্রচার করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন।গত তিন বছর ধরে ভারতের বাইরে রয়েছেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. জাকির নায়েক। গ্রেফতার এড়াতে এ মুহূর্তে তিনি মালেয়েশিয়ায় বাস করছেন। তবে শর্ত সাপেক্ষে তিনি নিজ দেশে ফিরতে রাজি হয়েছেন।
সম্প্রতি দ্য উইক ম্যাগাজিনের সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।জাকির নায়েক বলেন, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যও তদন্তের মুখোমুখী হতে হবে। সেই কারণে দেশে ফেরাটা একান্তই দরকার।এ বিষয়ে শর্ত দিয়ে জাকির নায়েক বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমার কোনও দোষ প্রমাণ না হচ্ছে ততক্ষণ আমায় গ্রেফতার করা যাবে না। ভারতের সুপ্রিম কোর্ট এ আশ্বাস দিলে আমি দেশে ফিরতে রাজি।’
তবে মালয়েশিয়ায় গিয়ে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জেরা করতে চাইলে তা করতে পারে বলেও জানিয়েছে তিনি।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.