জন্মের ৮১ বছর পর মা-মেয়ের প্রথম দেখা
আয়ারল্যান্ডের ৮১ বছর বয়সী এইলিন ম্যাককেন প্রথমবারের মতো দেখা পেলেন তার মায়ের। জন্মের পরই তার মা আয়ারল্যান্ডের ডাবলিনের একটি এতিমখানায় রেখে আসেন এইলিনকে।এতিমখানায় বড় হওয়া এইলিনের বয়স যখন ১৯ তখন থেকেই তার মাকে খুঁজে বেড়াচ্ছিলেন তিনি। গত বছর আইরিশ রেডিও চ্যানেল আরটিইর লাইভলাইন নামের একটি অনুষ্ঠানে মাকে খুঁজে পাওয়ার আবেদন জানান এইলিন।
এরপর ওই অনুষ্ঠান দেখে এক চিকিৎসক জানান, এইলিনের মাকে তিনি স্কটল্যান্ডে দেখেছেন।মায়ের খোঁজ পেয়ে গত মাসেই স্কটল্যান্ডে যান এইলিন। শেষ পর্যন্ত মা-মেয়ের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেখা হয় তাদের।গত শনিবার ছিল তার মা এলিজাবেথের ১০৪তম জন্মদিন।এইলিন জানান, স্কটল্যান্ডে গিয়ে যখন প্রথম তার মা এলিজাবেথকে দেখেন, তখন তার মা খবরের কাগজ পড়ছিলেন।এইলিন গিয়ে তাকে বলেন, আমি আয়ারল্যান্ড থেকে এসেছি। তখন তার মা তাকে বলেন, ‘আমার জন্ম হয়েছিল আয়ারল্যান্ডে।’
এইলিনের ভাষায়, আমি তাকে বলি, ‘তুমি কি জান আমি তোমার মেয়ে?’
একথা শুনে মা পত্রিকা রেখে আমার হাত দুটো ধরে এবং আমার দিকে তাকিয়ে থাকে।’
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.