সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    বিজেপির জয়ে মুসলিম পরিবারের সন্তানের নাম মোদি

    সন্তান কোলে নিয়ে মিনাজ বেগম

    দীর্ঘ প্রায় দুই মাসের লোকসভা নির্বাচনের পর গত বৃহস্পতিবার ফল ঘোষণা করা হয়। ফলে বিপুল আসনে জয়লাভ করে মোদির বিজেপি।নির্বাচনী ফল ঘোষণার দিন সকালে উত্তরপ্রদেশের গোন্ডার এলাকার মিনাজ বেগম একটি ছেলের জন্ম দেন। মোদির জয়ের আনন্দে সেই ছেলের নাম রাখেন নরেন্দ্র মোদি। খবর জি নিউজের।

    সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই নারীর স্বামী কর্মসূত্রে দুবাইতে থাকেন। শিশু জন্মের পর তাকে ফোন করে কি নাম রাখবে তা জানতে চান মিনাজ বেগম।তরে স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করেন, নরেন্দ্র মোদি জিতেছেন কিনা। এর পর মোদির জয়ের খবর শুনেই ছেলের নাম নরেন্দ্র মোদি রাখার সিদ্ধান্ত নেন।এ বিষয়ে মিনাজ বেগম বলেন, আমি চাই আমার ছেলে মোদিজির মতো ভালো কাজ করুক আর তার মতোই সফল হোক।

    প্রসঙ্গত এবারের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফলে বিজেপি ৩০৩টি আসন পেয়েছে। যা এককভাবে সরকার গঠন করার মতো আসন (২৭২) থেকে অনেক বেশি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৩৫১টি আসন।অপরদিকে কংগ্রেস এককভাবে পেয়েছে মাত্র ৫২টি আসন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে মাত্র ৯২টি আসন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !