বরগুনার তালতলীতে বাঘ আতঙ্ক, ভীতসন্ত্রস্ত গ্রামবাসী
বরগুনার তালতলী উপজেলায় বাঘের আতঙ্কে রাত জেগে গ্রাম পাহাড়া দিচ্ছে গ্রামবাসী ও বনরক্ষীরা। গত ১৫ মে রাত ১টার দিকে মরানিদ্রা সরকারি প্রাইমারি বিদ্যালয় সংলগ্ন লালমিয়া ফরাজী বাড়ির একটি দু’বছরের বাছুর বাঘ আক্রমণ করে অর্ধেক খেয়ে ফেলে। পরের দিন গভীর রাতে আবারও বাঘটি গ্রামে প্রবেশ করে সোহরাব হাওলাদারের দু'টি ছাগল খেয়ে ফেলে এবং আমখোলা গ্রামের খলিল খানের মুরগীর খোপে হামলা চালায়।
পরে গ্রামবাসীর ধাওয়ার মুখে পালিয়ে যায়। বাঘের ভয়ে আতংকিত হয়ে পড়ে গ্রামবাসী। বাঘের আক্রমন থেকে রক্ষা পেতে রাত জেগে পাহারা দিচ্ছে গ্রামবাসী ও বনরক্ষীরা।গ্রামবাসীর দাবি, রাতে টর্চ লাইট ও লাঠি সোটা নিয়ে বের হলে তারা চার হাত লম্বা আকৃতির বাঘ দেখতে পেয়েছেন।
এ বিষয় তালতলীর টেংড়াগিরির সংরক্ষিত বনাঞ্চলের বিট কর্মকর্তা জাহিদ প্রামানিক জানান, গ্রামে বাঘ প্রবেশের খবর জানতে পেরে আমরা বৃহস্পতিবার এলাকা ঘুরে বেশ কিছু পায়ের ছাপ সংগ্রহ করেছি। এগুলো পরীক্ষার জন্য খুলনার বন্যপ্রাণী ডিভিশনে পাঠানো হয়েছে। পরীক্ষার পরে বলাযাবে এগুলো বাঘের পায়ের ছাপ নাকি অন্যকিছু। এছাড়া প্রতিদিন গ্রামবাসীকে সতর্ক করে গণসচেতনতামূলক সভা করে যাচ্ছে বন বিভাগ।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.