আমি এখন মুক্ত, একদিন ফিলিস্তিনও মুক্ত হবে: ডাচ এমপি
ফিলিস্তিনের নাকবা দিবসে আল-আকসায় প্রার্থনা করতে গিয়ে ইসরাইল পুলিশ বাহিনীর হাতে আটক হন ডাচ এমপি তুনাহান কুজু। তিনি ছাড়া পেয়ে শুক্রবার টুইটারে একটি পোস্টে করেন। এতে তিনি লেখেন, আমি এখন মুক্ত এবং একদিন ফিলিস্তিনও মুক্ত হবে। মুক্ত হওয়ার পর তিনি সবাইকে ধন্যবাদ দেন।আটক নেদারল্যান্ড্যের এমপি দেশটির ডিইএসকে (থিকং) পার্টির নেতা। তিনি তুর্কিশ বংশোদ্ভূত।
তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানায়, কুজু জেরুজালেমে হাঁটার সময় তার কাঁধে ফিলিস্তিনের পতাকা বহন করছিলেন।৩৭ বছর বয়সী ওই নেতা ফিলিস্তিনের নাকবা দিবসে সফরে গিয়েছিলেন।১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ঐতিহাসিক ফিলিস্তিন থেকে হাজার হাজার অধিবাসীকে উচ্ছেদ করে ইসরাইলি বাহিনী।এর পর থেকে প্রতি শুক্রবার ফিলিস্তিনিদের বসতি ফিরিয়ে দিতে ঘরে ফেরার আন্দোলন হিসেবে নাকবা দিবস পালন করা হয়।
সূত্র- যুগান্তর
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.