বান্দরবানে সন্ত্রাসীর গুলিতে জেএসএস কর্মী নিহত, অপহৃত ১
বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মী নিহত হয়েছে। এ সময় অপর এক কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ১২টার দিকে জেলার সদরের রাজবিলা ইউনিয়নের তাইংখালীতে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম বিনয় তঞ্চঙ্গ্যা (৩৫)। তার বাড়ি রাঙ্গামাটি জেলায়। তিনি তাইংখালী বাজারের মুদির ব্যবসায়ী ছিলেন। এদিকে, জেএসএসের আরেক কর্মী পুরাধন তঞ্চঙ্গ্যাকে (৩২) অপহরণ করে নিয়ে গেছে ওই সন্ত্রাসীরা। তাকে তাইংখালী এলাকার ৯ নং রাবার বাগানের শৈলতন পাড়া থেকে অপহরণ করা হয়।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে রাতেই বান্দরবান জেলা সদর থেকে সেনাবাহিনীর টহল দল ও পুলিশ এলাকায় পৌঁছেছে। পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, মুদি দোকানি বিনয় তঞ্চঙ্গ্যা রাতে তার দাদা শ্বশুরের বাসায় ছিলেন। সেখান থেকে সন্ত্রাসীরা তাকে ডেকে নিয়ে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। অন্যদিকে, একই সময়ে পুরাধন তঞ্চঙ্গ্যাকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি উছোমং মারমা বলেন, ‘দুজনই আমাদের কর্মী। স্থানীয়ভাবে মগ বাহিনী নামের একটি গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে।’
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.