বগুড়ায় বিরল প্রজাতির তক্ষক উদ্ধার
বগুড়া জেলা শহরের সরকারি বাসভন এলাকার একটি বাগান থেকে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার হয়েছে। প্রাণিটি উদ্ধারে সহায়তা করে জেলা বন বিভাগ। সোমবার সকালে শহরের বাংলাদেশ ব্যাংকের স্টাফ কোয়ার্টার থেকে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর প্রাণিটি উদ্ধার করে।
প্রাণিটি দেখতে টিকটিকির মতো হলেও আকারে বড়। এর গায়ে ফোটা ফোটা দাগ রয়েছে। উদ্ধারের পর প্রাণিটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বগুড়ার পরিবেশবাদী সংগঠন তীরের সভাপতি আরাফাত রহমান বলেন, বগুড়ায় একটি তক্ষক উদ্ধার করা হয়ছে। তক্ষক বাংলাদেশের একটি হুমকিগ্রস্ত প্রাণি। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ব্যাপক চোরাচালানের কারণে প্রাণিটির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। কথিত আছে তক্ষক চড়া মূল্যে বিক্রয় হয় যা বিভিন্ন ধরণের ওষুধ তৈরি ও এর চামড়া মূল্যবান প্রসাধনী হিসেবে ব্যবহৃত হয়।
তক্ষকটি গ্রহণ করেন বগুড়া সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহম্মদ সুবেদার ইসলাম। তিনি জানান, প্রাণিটি অবমুক্ত করতে সামাজিক বন বিভাগ বগুড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.