চীন স্বপ্নে জো বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখছে : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীন স্বপ্ন দেখছে ডেমোক্রেট দলীয় সম্ভাব্য প্রার্থী জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হবেন। তারা ডেমোক্রেট দল থেকে কাউকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। ট্রাম্প এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন।ট্রাম্প বলেন, চীন আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তারা ভাবছে জো বাইডেন অথবা ডেমোক্রেট দলের অন্য কেউ পরবর্তী প্রেসিডেন্ট হবেন। এজন্যই তারা বাণিজ্য বিষয়ক আলোচনা থেকে বেরিয়ে গেছে।চীন বাণিজ্য বিষয়ক আলোচনায় প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন ট্রাম্প।
চীন ও আমেরিকার মধ্যে সর্বশেষ দফা বাণিজ্য আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রায় ২০০ বিলিয়ন ডলারের চীনা পণ্য আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন।আমেরিকার এমন সিদ্ধান্তে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। এরই মধ্যে খবর এসেছে, চীন বাণিজ্য আলোচনা প্রক্রিয়া বাতিল করে দিতে পারে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.