সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    আবারো ত্রিপোলিতে দুই বাহিনীর সংঘাত

    lib-8apr1-jpg-2-153552

    লিবিয়ার রাজধানী ত্রিপোলি নিয়ন্ত্রণে নিতে সরকারি বহিনীর সঙ্গে পূর্বাঞ্চল নিয়ন্ত্রকারী লিবিয়ান ন্যাশনাল আর্মি নতুন করে সংঘাতে জড়িয়েছে। বিগত কয়েকদিন সংঘর্ষের মাত্রা কম থাকলেও শনিবার রাজধানীর দক্ষিণাঞ্চলের দিকে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে।গেল তিন মাসের সংঘর্ষে ৮৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ত্রিপোলিতে রক্তপাত অবহ্যাত থাকলে আশঙ্কাজনকভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

    প্রতিনিয়ত ত্রিপোলির ভিতরে প্রবেশ করছে পূর্বাঞ্চল নিয়ন্ত্রকারী হাফতার সমর্থিত লিবিয়ান ন্যাশনাল আর্মি। এরই অংশ হিসেবে কয়েকদিন বাদে রাজধানী ত্রিপোলিতে সরকারি বাহিনীর সঙ্গে নতুন করে সংঘাতে জড়িয়েছে হাফতার বাহিনী। শনিবার পুরাতন বিমানবন্দর এলাকায় সরকারি বাহিনীর উপর হামলা চালায় তারা।তবে রাজধানী নিজেদের দখলে রাখতে সর্বাত্তোক লড়াই চালিয়ে যাচ্ছে জাতিসংঘ সমর্থিত দেশটির সরকার। হাফতারের অনুগত যোদ্ধাদের হঠাতে দফায় দফায় কামান ও গুলি চালালে, শব্দে প্রকম্পিত হয়ে উঠে আশপাশ। হামলা আর পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। উভয়পক্ষের লড়াইয়ে বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

    এদিকে লিবিয়ান ন্যাশনাল আর্মির সশস্ত্র যোদ্ধার হামলায় দুই স্বাস্থ্যকর্মী প্রাণ হারানোয় নিন্দা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ মানবাধিকার সংগঠনগুলো। শুক্রবারের হামলায় নিহতের ঘটনায় সংগঠিত যুদ্ধাপরাধে দেশটির রাষ্ট্রীয় আইনজীবীদের তদন্তের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।চলমান সংঘাতের কারণে গেল এপ্রিল থেকে এ পর্যন্ত ৮২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিখ। সংঘাতের কবলে পড়ে ৫ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। তবে, ত্রিপোলি নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র কোরে তুমুল সংঘর্ষ অবহ্যাত থাকলে বাস্তুচ্যুত মানুষের ঢল নামতে পারে বলেও সতর্ক করেন তিনি।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !