'জাতিকে ধ্বংস করতে শিক্ষাব্যবস্থা ধ্বংসই যথেষ্ট'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, একটি জাতিকে ধ্বংস করতে চাইলে সে জাতির শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেওয়াই যথেষ্ট। আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এসময় তিনি প্রশ্ন করেন, আজ যদি কেউ বলে অশিক্ষা, কুশিক্ষা ও নকল দিয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে এ সরকার দেশে এ কাজটিই (শিক্ষাব্যবস্থা ধ্বংস) করছে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে কি?
বৈশ্বিক র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি লন্ডনভিত্তিক টাইমস হায়ার এডুকেশন পরিচালিত র্যাংকিং ব্যবস্থায় এশিয়ার ৪১৭টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পারেনি। এ র্যাংকিংয়ে সার্বিকভাবে চীনের ৭২টি, ভারতের ৪৯টি, তাইওয়ানের ৩২টি, পাকিস্তানের ৯টি ও হংকংয়ের ৬টি বিশ্ববিদ্যালয়ের নাম আছে। এমনকি নেপাল ও শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়ও আছে এ র্যাংকিংয়ের তালিকায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই সেখানে। বৈশ্বিক র্যাংকিংয়ে হাজারের মধ্যেও কেন নেই- সেটা আজ জাতির কাছে বড় প্রশ্ন।
সূত্র- বিডি-প্রতিদিন
ড. আব্দুল মঈন খান বিএপির একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তার চেয়ে বড় কথা হল তিনি বাংলাদেশের একজন বুদ্ধিজীবী। তা অামরা মানি অার নাই মানি।তিনি যে দাবি করেছেন তা সত্যিই ভাবার বিষয়। প্রশ্ন ফাঁস, লিখলেই নম্বর দিতে হবে, ভূল শিক্ষা ব্যবস্থা, নকল, ভর্তিতে সুপারিশ সহ ব্যাপক দূর্নীতি ও দূরবস্থার কারণে অাজ দেশ ও জাতি শিক্ষায় মেরুদন্ডহীন।
ক্ষমতায় থাকা কালে বিএনপির অধিকাংশ অামলা, রাজনৈতিক ব্যক্তিত্ব লুটপাট ও দূর্নীতি যুক্ত ছিল। তারা ব্যাপক সাগর চুরির মাধ্যমে অর্থ লোপাট করেছে, যা সর্বজন স্বীকৃত। তার মাঝেও মাত্র একটা বিশেষ গুণ ছিল। তা হল নকল মুক্ত, শক্তিশালী, যুতসই শিক্ষাব্যবস্থা । সে সময় খাতায় উত্তর ছাড়া কল্প-কাহিনী দিয়ে ভরলেই নম্বর দেওয়ার নিয়মটা ছিল না। তাই তখন যারা লেখা পড়া করে পাশ করেছে তারা অার যাই হোক নিজ সম্পর্কে দশ লাইন বলেত পারে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.