কংগ্রেস পার্টি পাকিস্তানকে ভয় পায়: মোদি
কংগ্রেস পার্টি পাকিস্তানকে ভয় পায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন দলকে ক্ষমতায় আনা উচিত হবে না বলেও মত দেন তিনি। পাল্টা সমালোচনায়, মেঘলা আকাশে রাডারে বিমান ধরা পড়বে না, মোদির এমন বক্তব্য নিয়েও বিদ্রূপ করেন রাহুল।আগামী রোববার ভারতে লোকসভার সপ্তম ও শেষ ধাপের ভোট কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দেশটির রাজনৈতিক দলগুলোর নেতারা। মঙ্গলবার (১৪ মে) পাঞ্জাবের পাঠানকোটে শোভাযাত্রা করেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। শেষ ধাপে রাজ্যটির ১৩ আসনের জন্য ভোট চান তিনি।
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই দিন হরিয়ানার চণ্ডীগড়ে জনসভা করেন। বক্তব্যে বিরোধীদল কংগ্রেসের তুমুল সমালোচনা করেন তিনি। পাকিস্তানের বালাকোটে হামলার পরিকল্পনা সঠিক ছিল বলে ফের দাবি করেন মোদি।কংগ্রেসকে নিয়ে মোদির তুমুল সমালোচনার মধ্যে পাল্টা জবাব দিয়েছেন দলটির সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, কৃষকদের ঋণ মওকুফে ব্যর্থ হওয়ায় মোদি এখন বড় বড় কথা বলছেন। মেঘলা দিনে রাডারে বিমান ধরা পড়ে না, মোদির এমন বক্তব্য নিয়েও বিদ্রূপ করেন রাহুল।
রাজনৈতিক নেতাদের পাল্টাপাল্টি বাকযুদ্ধের মধ্যে আগামী ১৯শে মে, রোববার সপ্তম ও শেষ ধাপের লোকসভা নির্বাচনে ৮ রাজ্যের ৫৯ আসনে ভোট হতে যাচ্ছে। ভোটগণনা হবে আগামী ২৩শে মে, এরপর প্রকাশ করা হবে চূড়ান্ত ফল।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.