সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    হাওড় অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান

    04

    একই সঙ্গে কৃষি, মৎস্য, খনিজ সম্পদ ও পর্যটন সম্ভাবনা থাকায় হাওড় অঞ্চল হতে পারে দেশের গুরুত্বপূর্ণ বিশেষায়িত অঞ্চল। তাই হাওড় অঞ্চলকে বিশেষ গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা।বুধবার (১৫ মে) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। এসময় পরিকল্পনামন্ত্রীসহ বেশ কয়েকটি আসনের সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন। 

    বক্তারা বলেন, আইডিইবির প্রতিনিধি দল ২ বছর যাবৎ গবেষণা করে ২৮টি সমস্যা চিহ্নিত ও বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। গবেষকরা মনে করেন, সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে এ অঞ্চল আরও উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। তারা বলেন, নেত্রকোনা, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জের হাওড়ে দেশে মোট উৎপাদিত ধানের শতকরা ১৮-২০ ভাগ উৎপাদিত হয়। আগাম বন্যায় ক্ষতি হয় অনেক ফসলের।এছাড়া যোগাযোগ ব্যবস্থার অভাব, জনগণের স্বাস্থ্য সংকট, ভূমিহীন কৃষকের সংখ্যাধিক্যসহ বিভিন্ন সমস্যা ও সমাধানের পরামর্শ উঠে আসে গবেষণাপত্রে। মন্ত্রী ও সংসদ সদস্যরা শিগগিরই এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন।

    সূত্র- সময়

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !