আলজেরিয়ায় সাবেক রাষ্ট্রপতির ভাই ও গোয়েন্দা প্রধান গ্রেফতার

আলজেরিয়ার গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান জেনারেল তাওফিক মাদিন এবং আরেক গোয়েন্দা কর্মকর্তা বাশির তরতককে গ্রেফতা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফলিকার ভাই ও তার উপদেষ্টা সাঈদ বুতেফলিকাকেও গ্রেফতার করা হয়েছে।আলজেরিয়ার দৈনিক আন-নাহার জানিয়েছে যে, বাশির তরতক এবং মাদিনকে রোববার সামরিক আদালতে স্থানান্তরিত করা হতে পারে। তবে সাঈদ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
গ্রেফতারকৃতদের এখন রাজধানীতে গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগে রাখা হয়েছে।আনাদলু নিউজ এজেন্সি জানায় যে ‘সেনা ও গণ আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্রে’ লিপ্ত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।
সূত্র- আল-জাজিরা আরবি
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.