সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    পাশাপাশি বসে ইমরান-রাহুলের বিরিয়ানি ভোজ?

    পাশাপাশি বসে ইমরান-রাহুলের বিরিয়ানি ভোজ?

    ভারতের শত্রু দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পাশাপাশি বসে আছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী, তাও আবার একসঙ্গে ভোজে ব্যস্ত তারা। এমনই একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জন্ম দিয়েছে নানা বিতর্কের।

    ভারতে চলমান সাত দফার লোকসভা নির্বাচনের মধ্যে এই ছবি নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। গেল ফেব্রুয়ারির পুলওয়ামা কান্ডে পর ভারত-পাকিস্তানে উত্তেজনা আকাশযুদ্ধ পর্যন্ত গড়ায়। সেই উত্তেজনার প্রভাব ভারতীয় নির্বাচনেও পড়েছে। ছড়িয়ে পড়া ছবিতে ইমরানের সঙ্গে রাহুলের বিরিয়ানি ভোজ মানতে পারছেন না কেউ। তবে ঘটনার অনুসন্ধানে জানা যায় এটা মূলত একটা রাজনৈতিক গুজব মাত্র। যে ছবি থেকে রাহুল ও ইমরানের বিরিয়ানি ভোজের ছবি বানানো হয়েছে, সেটিও পাওয়া গেছে। ২০১৫ সালের ৫ জুলাই ইমরান খানের তখনকার স্ত্রী রেহাম খানের সঙ্গে বিরিয়ানি ভোজের একটি ছবি টুইটারে পোস্ট করা হয়েছিল। সেই ছবি থেকেই নতুন এই ছবিটি বানানো হয়েছে।

    উল্লেখ্য, রাজনৈতিক অপপ্রচারও ভোটে ব্যাপক প্রভাব ফেলে। ভারতে লোকসভা নির্বাচন ২০১৯ কে ঘিরে শুরু থেকেই বিভিন্ন অপপ্রচার দেখা গেছে। কিছু ঘটনা আছে যা সত্য তবে পুরানো- তা রসিয়ে ফের সবার সামনে এনে বিতর্কের জন্ম দেয়া। আবার এমনও হয় ঘটনার সত্যতা নেই তবু প্রতিপক্ষকে বিতর্কে জড়াতে ইচ্ছাকৃত অপপ্রচার চালানো। ঠিক তেমনই একটা ঘটনা ইমরান-রাহুলের বিরিয়ানি ভোজ।

    সূত্র- বিডি-প্রতিদিন

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !