বিনা পরোয়ানায় গ্রেফতারের বিধি কি?
সাধারণত আমরা জানি কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি গ্রেফতারের আদেশ না হয় তবে ওই ব্যক্তিকে গ্রেফতার করা যায় না। এ ধারণা মোটেও সঠিক নয়। পুলিশ পরোয়ানা ছাড়াও কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে।
তবে এক্ষেত্রে যে অপরাধে ওই ব্যক্তিতে গ্রেফতার করা হবে তা অবশ্যই আমলযোগ্য হতে হবে। অথ্যাৎ, কোনো ব্যক্তির নামে যদি আমলযোগ্য কোনো অপরাধ থাকে তবে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়।
আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ৫৪ ধারার অধীনে পুলিশ যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে।
৫৪ ধারার ক্ষমতা ছাড়া পুলিশ কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষেত্রে অনেকের প্রশ্ন- কেন বিনা পরোয়ানা ছাড়া কোনো ব্যক্তি গ্রেফতার করা হয়? মনে রাখবেন আমলযোগ্য অপরাধ যদি কেউ করে থাকে অথবা তাতে জড়িত থাতে তবে তাকে গ্রেফতার করা যায়।
নয় ধরনের অপরাধে গ্রেফতার করতে পারে পুলিশ ৫৪ ধারার অধীনে, এই ৯ ধরনের অপরাধীকে গ্রেফতার করার ক্ষেত্রে পুলিশের আদালতের আদেশ লাগে না, অবশ্য এই ৯ ধরনের বাইরে খুব কমই অপরাধী আছে।
আসুন জেনে নেই যে নয় ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ব্যক্তিতে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়।
আমলযোগ্য অপরাধ
১. আমলযোগ্য অপরাধ যদি কেউ করে থাকে অথবা তাতে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করতে পারবে।
২. কারও কাছে ঘর ভাঙার সরঞ্জামাদি থাকলে সেই ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ারায় গ্রেফতার করতে পারবে।
৩. সরকার কাউকে অপরাধী বলে ঘোষণা করলে। এছাড়া কোনো ব্যক্তি রাষ্ট্রের ক্ষতিকারক কোনো কাজ করলে।
৪. মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও মুদ্রা বহন করলে।
৫. আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধাদান বা আইনগত হেফাজত থেকে পলায়নকারী ব্যক্তি।
৬. সশস্ত্রবাহিনী থেকে পলায়নকারী ব্যক্তি।
৭. বিদেশে কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি, যদি অপরাধটি বাংলাদেশে করলে অপরাধ হয়ে থাকে।
৮. কারামুক্তিপ্রাপ্ত আসামি যদি একই অপরাধ আবার করে।
৯. যে কোনো থানা থেকে আসামি গ্রেফতারের অনুরোধ পাওয়া গেলে।
এছাড়া ধারা ৫৫, ৫৬, ৫৭ ও ৫৯ ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতারের বিধান রয়েছে।
সূত্র- আইনজীবী বাংলাদেশ সুপ্রিমকোর্ট।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.