সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    অনন্য এক বিশ্বরেকর্ডের সামনে সাকিব-মুশফিক-তামিম



    বিশ্বকাপের মঞ্চে টানা ম্যাচ খেলার দিক দিয়ে অনন্য এক বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। আগামী ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে একত্রে খেলতে নামলেই বিশ্বকাপের ইতিহাসে টানা ম্যাচ খেলার বিশ্বরেকর্ড গড়বেন বাংলাদেশের এই ত্রিরত্ন। 

    ২০০৭ সালের বিশ্বকাপ থেকে চলতি বিশ্বকাপের আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে পর্যন্ত একত্রে ২৭টি ম্যাচ খেলেছেন সাকিব-মুশফিক-তামিম। বর্তমানে বিশ্বকাপের এই বিশ্বরেকর্ডটি নিজেদের দখলে রেখেছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা।

    সাকিব-মুশফিক-তামিমের মতই বিশ্বকাপের মঞ্চে টানা ২৭টি করে ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ১৯৯৬ সালের বিশ্বকাপ থেকে ২০০৭ পর্যন্ত টানা ২৭টি ম্যাচ একত্রে খেলেছেন সনাথ জয়সুরিয়া-মুত্তিয়া মুরালিধরন-চামিন্ডা ভাস। এছাড়া ২০০৭ সালের বিশ্বকাপ থেকে ২০১৫ পর্যন্তও টানা ২৭টি ম্যাচ একত্রে খেলেছেন মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারা-তিলকরত্নে দিলশান। তাই বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কার ক্রিকেটারদের টানা ২৭টি ম্যাচ খেলার রেকর্ড ভাঙ্গার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের সাকিব-মুশফিক-তামিম।


    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !