তেলের ট্যাংকার ছেড়ে দিতে ইরানকে যে শর্ত দিল যুক্তরাজ্য
পারস্য উপসাগর থেকে আটক গ্রেস 1 নামে ইরানের তেলের ট্যাংকারটি ছেড়ে দিতে একটি শর্ত দিয়েছে যুক্তরাজ্য। শর্তটি হচ্ছে, ট্যাংকারটি সিরিয়ায় যাবে না এমন প্রতিশ্রুতি দিতে হবে ইরানকে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফকে এ কথা জানিয়েছেন।
সিরিয়ার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের সন্দেহে গত সপ্তাহে জিব্রালটার প্রণালী থেকে ট্যাংকারটি আটক করে ব্রিটিশ রয়্যাল মেরিনস।
শনিবার ইরান ট্যাংকারটি ছেড়ে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে। ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘনের দাবিও প্রত্যাখ্যান করে দেশটি।
ইরান পারস্য উপসাগর থেকে একটি ব্রিটিশ ট্যাংকার আটকের চেষ্টা করে বলে বৃহস্পতিবার ব্রিটেন জানানোর পর অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি পায়।
হান্ট জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান গঠনমূলক। জারিফ তাকে জানিয়েছেন যে ইরান সমস্যাটির সমাধান চায় এবং উত্তেজনা বাড়াতে আগ্রহী নয়।
তিনি টুইটারে লেখেন, আমি তাকে আবারও নিশ্চিত করেছি যে আমাদের উদ্বেগের বিষয় গ্রেস 1 এ থাকা তেলে গন্তব্য, উৎস নয়।
তিনি আরও লেখেন, যুক্তরাজ্য ট্যাংকারটি ছেড়ে দেবে, যদি এটা একই পথ (জিব্রালটার) হয়ে সিরিয়ার যাবে না এমন প্রতিশ্রুতি পায়।
সূত্র: দ্য গার্ডিয়ান
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.