'এরশাদের মরদেহ রংপুর থেকে নিয়ে যেতে দেওয়া হবে না'
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ রংপুর থেকে নিয়ে যাওয়ার কোনো অপচেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি করেছেন রংপুর সিটি মেয়র ও জাপার প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান।
সোমবার সকালে তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান। রংপুর সিটি মেয়র বলেন, এরশাদের লাশ রংপুর থেকে যাবে না।
জানা গেছে, বাদ আছর বায়তুল মোকাররমে এরশাদের তৃতীয় জানাজা নামাজ শেষে তার মরদেহ ফের সিএমএইচের হিমঘরে রাখা হবে। আগামীকাল মঙ্গলবার সেখান থেকে মরদেহ হেলিকপ্টারে করে রংপুর নিয়ে যাওয়া হবে। বাদ জোহর রংপুর জেলা স্কুলের মাঠে এরশাদের শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপরই মঙ্গলবারই এরশাদের মরদেহ ঢাকায় ফিরিয়ে আনা হবে।
জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, মঙ্গলবারই এরশাদের মরদেহ ঢাকায় ফিরিয়ে এনে সেনাবাহিনীর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে। পরদিন অর্থাৎ বুধবার রাজধানীর গুলশানের আজাদ মসজিদে এরশাদের কুলখানি অনুষ্ঠিত হবে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.