৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আজ বৃহস্পতিবার প্রকাশিত এ ফলে ২০ হাজার ২৭৭ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
চলতি বছরের ৩ মে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পিএসসির তথ্য অনুযায়ী, ৪০তম বিসিএসে চার লাখ ১২ হাজার ৫৩২ জন আবেদন করলেও প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২৭ হাজার প্রার্থী।
এ বিসিএসের মাধ্যমে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। যার মধ্যে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা। তবে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী, এই সংখ্যা আরো বাড়তে পারে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.