সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারত পাকিস্তানে হামলা-পাল্টা হামলা

    ind-pak

    কাশ্মীর নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যেই অস্ত্রবিরতি লঙ্ঘন করে সীমান্তে ভারত-পাকিস্তান হামলা-পাল্টা হামলা অব্যাহত আছে। নয়াদিল্লিকে দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে হুমকি বলে মন্তব্য করেছে ইসলামাবাদ। আর কাশ্মীরের রাজ্যপাল বলছেন, পাকিস্তানি জঙ্গিরা সক্রিয় থাকায় অঞ্চলটির টেলিফোন ও ইন্টারনেট সংযোগ এখনও বন্ধ রাখা হয়েছে। চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

    কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ফের অস্ত্রবিরতি লঙ্ঘন করে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের দাবি, বুধবার রাতে রাজৌরি জেলার সীমান্তে গুলি ও মর্টার হামলা চালায় পাকিস্তান। তবে পাকিস্তান বলছে, ভারতই আগে হামলা চালিয়েছে। এতে তাদের নাগরিকও হতাহত হন। এ ঘটনায় পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারকে তলব করে ইসলামাবাদ।

    এ অবস্থায় কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে টেলিফোনে আলাপকালে তারা সংকট সমাধানে এগিয়ে আসার আশ্বাস দেন। যদিও রাশিয়া বলছে, কাশ্মীর সংকট ভারতের অভ্যন্তরীণ বিষয়।

    ভারতশাসিত কাশ্মীরের জনগণের প্রতি সংহতি জানাতে এখন থেকে প্রতি শুক্রবার বেলা ১২টা থেকে আধাঘণ্টা 'কাশ্মীর সময়' পালন করবে পাকিস্তান। বুধবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এ সিদ্ধান্তের কথা জানান। ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি এক টুইট বার্তায় নিশ্চিত করেন, এ শুক্রবার 'কাশ্মীর সময়' কর্মসূচিতে যোগ দিচ্ছেন তিনি। একই দিন করাচি থেকে তিনটি আন্তর্জাতিক রুটে চলাচলকারী সব ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তবে এখনো আকাশসীমা বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

    এদিকে, কাশ্মীরে হামলা চালাতে পাকিস্তানি জঙ্গিরা এখনও সক্রিয় বলে মন্তব্য করেছেন অঞ্চলটির রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি বলেন, ভারত সরকার কাশ্মীরের উন্নয়নে ৫০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে।

    সত্যপাল মালিক বলেন, টেলিফোন ও ইন্টারনেট সংযোগ যতটা না কাশ্মীরিদের কাজে লাগে, তার থেকে পাকিস্তানি জঙ্গিরা বেশি ফায়েদা নেয়। তারা নিজেদের সংগঠিত করতে এটা কাজে লাগায়। তাই আপাতত খোলা যাচ্ছে না এগুলো।

    যারা সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সমালোচনা করছেন তাদের পাকিস্তানে গিয়ে থাকার পরামর্শ দিয়েছেন ক্ষমতাসীন বিজেপি নেতারা। এ নিয়ে দেরিতে হলেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার ভুল বুঝতে পেরেছেন বলেও উল্লেখ করেন দলটির নেতারা।

    কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়া এবং সেখানে নিষেধাজ্ঞা জারির বিরুদ্ধে করা বিভিন্ন রিট পিটিশনের শুনানি হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। বুধবার ভারতের সুপ্রিম কোর্টের তিন সদস্যবিশিষ্ট বেঞ্চ এ সিদ্ধান্ত জানান। এ ছাড়া ওই উপত্যকায় যোগাযোগব্যবস্থা ও সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে যেসব পিটিশন হয়েছে, কেন্দ্রীয় সরকারকে এক সপ্তাহের মধ্যে সেগুলোর জবাব দিতে বলেছেন আদালত।

    গত ৫ আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পর থেকে ৪ হাজারের বেশি স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিন সপ্তাহেও স্বাভাবিক হয়নি সেখানকার জনজীবন। এ অবস্থায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মত বিশ্লেষকদের।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !