সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ভারতের জন্য আকাশ ও বাণিজ্যপথ বন্ধ করবে পাকিস্তান!





    ভারতের জন্য আকাশপথ পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা করছে পাকিস্তান। সেইসাথে আফগানিস্তানের সাথে ভারতের বাণিজ্যপথ বন্ধ করে দেয়া নিয়েও আলোচনা চলছে। মঙ্গলবার টুইটারে এ কথাই জানিয়েছেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসেন চৌধুরী। 
    তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের জন্য আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়ার চিন্তা-ভাবনা করছেন। ভেবে দেখছেন পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানের সাথে ভারতের স্থলবাণিজ্য বন্ধ করার বিষয়টিও। এ নিয়ে মন্ত্রিসভায় আলোচনাও হয়েছে। চূডান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আইনি দিকগুলো নিয়ে কথাবার্তা চলছে।’

    গত ৫ আগস্ট ভারতের প্রধানমন্ত্রীর জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার প্রসঙ্গ টেনে ফাওয়াদ লেখেন, ‘শুরুটা মোদি করেছেন শেষ করব আমরা।’ নিপীড়িত কাশ্মিরি জনগণের সহায়তায় পাকিস্তান যতদূর সম্ভব হাত বাড়াতে প্রস্তুত বলে প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার জাতির উদ্দেশে ভাষণে অঙ্গীকার করার পরদিনই মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ টুইট করলেন।

    এর আগে গত ফেব্রুয়ারিতে কাশ্মিরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলার পর ইসলামাবাদ তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছিল। প্রায় চার মাস বন্ধ থাকার পর জুলাইয়ের মাঝামাঝিতে তারা আবার ভারতের জন্য আকাশপথ উন্মুক্ত করে। এবার ভারত সরকার কাশ্মির থেকে ৩৭০ ধারা তোলার পরই ফের পাকিস্তানের সাথে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

    সুত্র- রয়টার্স

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !