সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    কিভাবে আপনার পাখিকে কথা শিখাবেন।

    কিভাবে  আপনার পাখিকে কথা শিখাবেন।

    বাংলাদেশে যারা বাসায় পোষা প্রাণী পালন তাদের একটা বড় অংশই পাখি পোষেন। যদি প্রিয় পোষা পাখিটি  কথা বলতে পারে তাহলে আনন্দ কয়েকগুন বেড়ে যায়।  এমনকি যদি একটি কথাও বলতে পারে তাহলেও  অনেক মজা। আফ্রিকান ধুসর রঙের তোতা পাখি প্রায় একশতের উপর শব্দ শিখতে পারে এবং বলতে পারে। 
    এমনকি ছোট কথোপকথনও করতে পারে। এমনকি তারা নিজের নামও নিজে উদ্ভাবন করতে পারে। মনে রাখবেন  বুদ্ধিমান পাখী কেনাবেচা করা উচিৎ না।
    আপনাকে আগে জানতে হবে কোন পাখীকে কথা বলা শিখানো যাবে। কারণ সব পাখী কথা বলতে পারে না বা শিখতে পারবে না। নীচের কিছু প্রজাতির পাখিকে  আপনি চেষ্টা করলে কথা বলা শিখাতে পারবেন।
    • BUDGERIGAR  বা বাজরিগার
    • MONK PARAKEET বা সন্নাসী টিয়া
    • AMAZONIAN PARROT  বা আমাজন তোতা 
    • INDIAN RINKNECK  বা ভারতীয় রিংঙ্ক 
    • QUAKER PARROT  বা কোকার তোতা
    • HILL MYNA  বা পাহাড়ী ময়না
    • AFRICAN GREY
    • COCKATIEL
    • COCKATOO  বা কাকাতুয়া 
    • INDIAN MYNA বা শালিক
    • CROw বা কাক
    আপনার পাখিকে কথা বলা শিখানোর প্রশিক্ষণ প্রস্তুতিঃ
    আপনার পাখি সাথে সম্পর্ক গড়ে তুলুন : পাখি সামাজিক প্রাণী হিসাবে কথা বলতে সক্ষম। পাখিকে কথা বলতে  শিখানোর পুর্বে তার সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ যাতে সে আপনাকে বিশ্বাস করে এবং আপনার  ভয়েস শুনতে অভ্যস্থ হয়। প্রথম কয়েকমাস পাখিকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে এবং তার সাথে মৃদু টোনে  কথা বলতে হবে। প্রায় প্রতিদিন আপনার পাখীর সঙ্গে খেলা করতে হবে। কারণ এই বণ্য পাখীটি গোষ্টিগত জীবন  এবং সামাজিক দলবদ্ধভাবে বাস করতে অভ্যস্থ। তাই পাখির সাথে প্রচুর সময় কাটালে আপনার পাখির সাথে ভালো  সম্পর্ক গড়তে সাহায্য করবে। 
    রুটিন পরিকল্পনা করুন : প্রথমে পাখিকে প্রশিক্ষনের জন্য সংক্ষিপ্ত শব্দ নির্বাচন করুন। যথারীতি ঘনঘন এবং নিয়মিত  প্রশিক্ষণ সেসনের ব্যবস্থা করুন। একটি পরিকল্পনা নিশ্চিত করুন যে আপনি আপনার পাখিকে শেখানোর জন্য পর্যাপ্ত  সময় এবং মনোযোগ দিতে সক্ষম। 
    • সিডিউল তৈরী করুন।
    • প্রশিক্ষণ সেসন পাঁচ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখুন এবং দিনে দুই থেকে পাঁচ বার করুন।
    • পাখির সাথে কাজ করার জন্য পরিকল্পনা করুন দিনে কয়েকবার।
    পাখিকে প্রশিক্ষন দেওয়ার নিয়মাবলী
    ১। সহজ শব্দ নির্বাচন করুন : আপনার পাখি বেশীর ভাগ ক্ষেত্রে সহজ শব্দ শিখবে যা আপনি সাধারণত প্রায়ই বলে থাকেন।  এমন শব্দ বাছাই করুন যা সচরাচর আপনি এবং অন্যরা প্রায় বলে থাকেন। যেমন: 
    • HELLO
    • BYE BYE
    • GOOD NIGHT
    • আপনার পাখির নাম।
    ২। কথা বলতে শেখার আচরণকে উৎসাহিত করুন : একটা শিশুকে যেভাবে কথা বলা শেখান, ঘুম পাড়ান একই আচরণ পাখিটির সাথেও করুন। একটি টোন বা শব্দের অনুকরন হবে, অনুকরণ শেখার প্রথম ধাপ। ক্রমবর্ধমান প্রশিক্ষণ ক্রমগত ভাবে বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। 
    ৩। যখন আপনি তাকে শিখাবেন তখন পাখিটিকে আপনার মুখের সামনে ধরে রাখুন : এটি আপনার পাখির মনোযোগ আছে তা নিশ্চিৎ  করবে। ঘনিষ্টতা আপনার এবং আপনার পাখির মধ্যে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে, পাশাপাশি ওই শব্দটির উপর পাখির ফোকাস বাড়াতে সাহায্য করে। 
    ৪। কোন বন্ধু বা পরিবারের অন্য সদস্য কে অন্তর্ভুক্ত করুন ঃ কিছু গবেষণায় দেখা গেছে যে শেখানোর সময় যখন দুইজন মানুষ জড়িত  তখন পাখি ভালো শিখে। এই টিকে বলা হয় মডেল বা প্রতিদ্বন্দ্বী পদ্ধতি, যার মধ্যে অন্যজনের  ভয়েস পছন্দসই যোগাযোগ প্রদর্শন করে এতে  পাখি স্পষ্টভাবে উচ্চারিত কথা শিখতে পারে। পালিয়ে যাওয়া পাখিরাও বন্য প্রানীদের কথা বলা শেখাতে দেখা যায়। কারণ পাখি দলবদ্ধ সামাজিক জীব। 
    ৫। আপনি যখন পাখির সাথে কিছু করেন তখন নির্দ্দিষ্ট শব্দটি বা বাক্যংশ পুনরাবৃত্তি করুন : উদাহরণ স্বরূপ আপনি যখন পাখিটিকে উপরে  তুলতেছেন তখন “UP”  বলুন। একটি নির্দ্দিষ্ট শব্দ শেখানোর জন্য এই ধরণের মুভমেন্ট দরকার।
    ৬। আপনার পাখি আনন্দে আছে নিশ্চিত হউন : একটি মানব শিশুর মত পাখিও মজা থেকে শিখতে সুবিধা পায়। পাখিকে পুরষ্কার দিন যেমন Treat, ওর সাথে খেলা করা এইসব পাখিকে নতুন ভাষা শিখতে উৎসাহ দেয়। 
    • যখন সে পছন্দসই আচরণ করে তাকে অবিলম্বে পুরষ্কার দিন। এতে পাখিটি যে সঠিক করছে এটি তাকে বুঝতে সাহায্য করে।
    • যখন সে কথা বলতে চাইবে না তখন পুরষ্কার দেওয়া বন্ধ করুন, এটি তাকে পারফর্ম করার ইচ্ছা জোরদার করবে। 
    • পরীক্ষা নিন আপনার পাখি কতটুকু শিখল, আপনি যদি বুজতে পারেন যে  আপনার পাখি ভালো প্রতিক্রিয়া দেখাচ্ছে আপনি যা শিখাতে চাচ্ছেন, তাহলে অন্য নতুন কিছু চেষ্টা করুন।
    • আপনার পাখিকে নতুন নতুন শব্দ দিন, আপনাকে শুধু খেয়াল রাখতে হবে এতে আপনার পাখি মজা পাচ্ছে। প্রাকৃতিক প্রবণতা
    কাজে লাগিয়ে তাকে উদ্দীপিত করুন নতুনত্ব শিখতে। গবেষণায় দেখা গেছে মানব শিশু যেভাবে গান পাইতে, বকবক করতে পছন্দ করে পাখিও সেভাবে গান গাইতে বকবক করতে পছন্দ করে। 
    ৭।শব্দ রেকর্ডিং করে শিখাতে পারেন : এটি একটানা পাঁচ মিনিট পর্যন্ত করুন, এর বেশী হলে পাখির জন্য বিরক্তিকর হতে পারে, এতে প্রশিক্ষন বিফল হতে পারে। 
    ৮। ধৈর্য্য ধরুন : শেখার ক্ষমতা বিভিন্ন প্রজাতির বিভিন্ন পাখির মধ্যে তারতম্য আছে। কিছু প্রজাতির পাখি আছে তারা মাত্র কয়েক মাসের মধ্যে কথা বলতে পারে  এবং কিছু প্রজাতির পাখি আছে যাদের কথা শিখতে এক বছরও লাগতে পারে। নিজেকে প্রকাশ করতে আপনার পোষা বন্ধুটিকে কিছুটা সময় দিন, সে আপনাকে সম্মান ঠিকই ফিরিয়ে দিবে। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !