সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    পাখিকে কিভাবে পোষ মানানো যায়

    foreign-birds-breeding-bangladesh

    Tame বা টেম এর অর্থ পোষা/পোষ মানানো। আমরা যারা পাখি পালন করি তাদের এক বা একাধিক পোষ মানানো পাখি থাকে আর সে পাখি যদি কথা বলতে শুরু করে তাহলে তো কোন কথাই নেই। নতুন পাখি পালক যারা আছেন,যারা পাখিকে পোষ মানাতে চান কিন্তু পদ্ধতিটা অজানা আমার লেখা তাদের জন্য (ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখা)।

    পাখিকে পোষ মানাতে হলে ধাপে ধাপে কিছু পদ্ধতি অনুসরণ করা ভাল।

    ★★প্রথমেই এমন একটি পাখি নির্বাচন করতে হবে যেটি সবে মাত্র খেতে শিখেছে।হ্যান্ড ফিডিং করালেই যে পাখি পোষ মেনে যাবে তা কিন্তু নয় বরং হ্যান্ড ফিডিং পাখির জন্য বিপদ জনক হতে পারে।

    ★★পোষ মানানোর জন্য নির্বাচিত পাখিটি সব পাখি থেকে আলাদা করে এমন জায়গায় রাখুন যেখান থেকে পাখিটি আপনাকে দেখতে পাবে। আপনার থাকার ঘরে রাখতে পারলে বেশি ভাল।

    ★★পাখিটি যেন কোন ভাবেই ভয় না পায় যেমন বিকট আওয়াজ,কাক/বিড়ালের/কোন প্রাণীর আক্রমণ কিংবা কোন মানুষের অস্বাভাবিক কোন আচরণ।

    ★★পাখিটিকে দুটি বর্ণের একটি নাম দিন যেমন - মিউ (আমার পোষা টিয়ার নাম)।

    ★★যখনই সময় পাবেন কথা বলবেন,আদর করবেন,নাম ধরে ডাকবেন। ২৪ ঘন্টায় নিয়মিত অন্তত ১ঘন্টা সময় দিন আপনার পাখিটিকে।

    ★★পাখিটিকে আপনার ঘরে অনেকটা সময় খোলা রাখুন (অবশ্য দরজা,জানালা,ফ্যান বন্ধ করে)খোলা পরিবেশে খানিকটা সময় থাকলে ভয় কাটবে,ইচ্ছে মতন উড়তে পারবে, পাখির মন ভাল থাকবে।

    ★★পাখির খাবার এবং পানি রাতে খাঁচা থেকে নামিয়ে রাখুন।খুব সকালে হাতে করে খাবার নিয়ে,খাঁচার (ঘরে এবং দরজা,জানালা,ফ্যান বন্ধ করে)ভেতর হাতটি রাখুন।পাখি যখন খেতে হাতে আসবে,ধীরে ধীরে ওকে খাঁচা থেকে বের করে আনুন।কথা বলুন,আদর করুন।এরপর কিছুটা সময় উড়তে দিন।

    ★★নিয়মিত সময় দিন।এভাবে কিছুদিন অভ্যস্ত হয়ে উঠলে পোষ মানতে থাকবে।

    পোষ মানানো পাখিকে খোলা অথবা পায়ে চেইন বা বেল্ট পড়িয়ে বাইরে নেয়া যায় কিন্তু আমাদের দেশে এটা খুবই বিপদ জনক।কারণ কাক, চিল কিংবা অন্য কোন পাখির আক্রমণ খুবই স্বাভাবিক ব্যাপার। এতে হারাতে পারেন আপনার প্রিয় পাখিটিকে।

    ★★★টেম করার পাখিটি যদি বাচ্চা না হয়ে একটু বেশি বয়সের হয়ে থাকে তাহলেও পাখি পোষ মানবে এবং এর জন্য অনেক খানি ধৈর্য্য আর ভালবাসা প্রয়োজন। তবে কোনভাবেই পাখির পালক কেটে টেম করানোর চেষ্টা করবেন না।পাখিকে টেম করানোর জন্য পাখিকে ভালবাসা এবং সময় দিন পাখি ও আপনাকে সেই ভালবাসা দিবে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !