যেসব পেশায় সবচেয়ে বেশি ও কম বিবাবহবিচ্ছেদ হয়
বর্তমানে নানা কারণে দম্পতিদের বিচ্ছেদের ঘটনা বাড়ছে। বিচ্ছেদের জন্য প্রত্যেকেরই আলাদা-আলাদা কারণ থাকলেও এসব ক্ষেত্রে বেশকিছু বিষয় নির্ভর করে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষক নাথান ইয়া বিবাহবিচ্ছেদের সঙ্গে পেশার সম্পর্কের বিষয়টি দেখিয়েছেন। যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের বিবাহবিচ্ছেদের ঘটনা আমলে নিয়ে ওই গবেষণা প্রতিবেদন করেছেন তিনি।
ওই গবেষণা প্রতিবেদনের তথ্যানুযায়ী, গেমিং ম্যানেজারদের মধ্যে বিবাহবিচ্ছেদের ঘটনা সবচেয়ে বেশি এবং বিমাকর্মীদের মধ্যে বিচ্ছেদের ঘটনা সবচেয়ে কম। বিমাকর্মীদের মধ্যে বিবাহবিচ্ছেদের ঘটনা মাত্র ১৭ শতাংশ হলেও গেমিং ম্যানেজারদের ক্ষেত্রে এই পরিমাণ ৫২ দশমিক ৯ শতাংশ।
চলুন দেখে নেয়া যাক যেসব পেশার কর্মীদের বিবাহবিচ্ছেদ সবচেয়ে কম ঘটে:
*বিমাকর্মী- ১৭ শতাংশ
*ফিজিক্যাল সাইন্টিস্ট- ১৮ দশমিক ৯ শতাংশ
*মেডিকেল এন্ড লাইফ সাইন্টিস্ট- ১৯ দশমিক ৬ শতাংশ
*ধর্মীয় কাজে যুক্ত ব্যক্তি- ১৯ দশমিক ৮ শতাংশ
*সফটওয়্যার ডেভেলপার, অ্যাপ্লিকেশন্স এন্ড সিস্টেম সফটওয়্যার- ২০ দশমিক ৩ শতাংশ
*ফিজিক্যাল থেরাপিস্ট- ২০ দশমিক ৭ শতাংশ
*অপ্টোমেট্রিস্ট- ২০ দশমিক ৮ শতাংশ
*কেমিক্যাল ইঞ্জিনিয়ার- ২১ দশমিক ১ শতাংশ
*ডিরেক্টর, ধর্মীয় এবং শিক্ষামূলক কাজে জড়িত ব্যক্তি- ২১ দশমিক ৩ শতাংশ
*ফিজিশিয়ান এবং সার্জন- ২১ দশমিক ৮ শতাংশ
সবচেয়ে বেশি বিচ্ছেদের ঘটনা ঘটে যেসব পেশার কর্মীদের মধ্যে:
*গেমিং ম্যানেজার- ৫২ দশমিক ৯ শতাংশ
*বারের কর্মী- ৫২ দশমিক ৭ শতাংশ
*ফ্লাইট অ্যাটেন্ডেন্ট- ৫০ দশমিক ৫ শতাংশ
*গেমিং সার্ভিস ওয়ার্কার- ৫০ দশমিক ৩ শতাংশ
*রোলিং মেশিনকর্মী ও অপারেটর- ৫০ দশমিক ১ শতাংশ
*সুইসবোর্ড অপারেটর- ৪৯ দশমিক ৭ শতাংশ
*ঝালাই কারখানায় কর্মরত শ্রমিক ও অপারেটর- ৪৯ দশমিক ৬ শতাংশ
*টেলিমার্কেটার- ৪৯ দশমিক ২ শতাংশ
*টেক্সটাইল মেশিন ও ওয়েভিং মেশিন অপারেটর- ৪৮ দশমিক ৯ শতাংশ
*এক্সট্রুডিং মেশিনের অপারেটর ও টেন্ডার- ৪৮ দশমিক ৮ শতাংশ
সূত্র: বিজনেস ইনসাইডার
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.