যুদ্ধের জন্য কাশ্মীরিদের ‘তরঙ্গের মাধ্যমে’ প্রস্তুত করছে পাকিস্তান!
ভারতের বিরুদ্ধ যুদ্ধের জন্য কাশ্মীরিদের প্রস্তুত করছে পাকিস্তান। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ থাকায় কাশ্মীরিদের সঙ্গে বেতার তরঙ্গের মাধ্যমে যোগাযোগ করছেন পাকিস্তানিরা।ভারতীয় গোয়েন্দা সংস্থার এক রিপোর্টে বলা হয়েছে, রেডিও তরঙ্গের মাধ্যমে যোগাযোগ করে কাশ্মীরিদের যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে।
গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আজাদ কাশ্মীরের কাছে লাইন অব কন্ট্রোলে (এলওসি) এফএম স্টেশন স্থাপন করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের জাতীয় সঙ্গীত ‘কওমী তারানা’র মাধ্যমেই সংকেতগুলো পাঠানো হচ্ছে জইশ-ই-মুহম্মদ, লস্কর-ই-তাইয়্যেবা এবং আল বদর নামক সশস্ত্র সংগঠনগুলোর কাছে।
এই সংগঠনগুলোর মাধ্যমে পাকিস্তান জম্মু-কাশ্মীরে নাশকতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো।উচ্চ ক্ষমতার কম্পাংকের (ভিএইচএফ) রেডিং স্টেশন থেকে সংকেতগুলো ভারতের দিকের লাইন অব কন্ট্রোল’র কাছে পাঠানো হচ্ছিল বলে ধারনা করছে ভারতের গোয়েন্দারা।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.