পাকিস্তানের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ভারত: মোদি
পাকিস্তানকে ইঙ্গিত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রতিবেশী এক দেশে সন্ত্রাসবাদের লালন-পালন হচ্ছে। নয়াদিল্লি সন্ত্রাসবাদের সেই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য সবসময় প্রস্তুত।তিনি বলেন, নাইন ইলেভেনের হামলা বিশ্বকে স্তম্ভিত করেছে। সন্ত্রাসবাদ এখন আন্তর্জাতিক এক বিপদ। এর বিরুদ্ধে গোটা বিশ্বকে অঙ্গীকার করতে হবে এবং যারা একে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং জঙ্গিদের আশ্রয়-প্রশিক্ষণ দিচ্ছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।
বুধবার উত্তরপ্রদেশের মাথুরায় জাতীয় প্রাণী রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে মোদি এসব কথা বলেন।ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন। ভারত সবরকম ব্যবস্থা নিতে প্রস্তুত। ব্যাধি, দূষণ এবং সন্ত্রাসবাদের মতো বিষয়ে মানুষকে একজোট হওয়ারও আহ্বান জানান তিনি।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.