সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    রাবি ভিসির ‘জয় হিন্দ’ স্লোগান সার্বভৌমত্বের অবমাননা: রিজভী

    রাবি উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের ‘জয় হিন্দ’ স্লোগান বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর খাস লোকেরাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তারা নিরপেক্ষ লোক নন। স্লোগান দেয়া দলকানা কর্মীরাই উপাচার্য হয়েছেন।’

    ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সোবহান ‘জয় হিন্দ’ বলে দিলেন। তার মানে মুখে শেখ ফরিদ আর বগলের মধ্যে ইট। এই নিয়ে আওয়ামী লীগ চলছে। কোথায় সেই আপনাদের দেশপ্রেম।’


    বিএনপির এ নেতা আরও বলেন, ‘সার্বভৌমত্বের প্রতি এত বড় অবমাননা হওয়ার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে কেন অব্যাহতি দেয়া হলো না। কেন তিনি এখন পর্যন্ত ক্ষমা চান না।’ রাবি ‍ভিসির উদ্দেশে রিজভী আরও বলেন, ‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে তিনি কী করে ‘জয় হিন্দ’ বলেন? তা হলে আওয়ামী লীগের হৃদয়ের মধ্যে জয় হিন্দ আছে। অন্য কিছু নেই।’

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !