বরিশাল থেকে ইলিশ যাচ্ছে ভারতে!
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে বরিশাল থেকে ইলিশ মাছ যাচ্ছে ভারতে। সোমবার (৩০ সেপ্টেম্বর) ২’শ মণেরও বেশি মাছ ভারতের উদ্দেশে পাঠানো হবে।এর আগে, দুদিনে বরিশাল থেকে ভারতের উদ্দেশে পাঠানো হয়েছে আরও ৫৫৬ মণ ইলিশ। বরিশাল মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল বরিশাল থেকে ইলিশ সংগ্রহ করে ভারতে পাঠাচ্ছেন।
তিনি জানান, ৬শ থেকে ৯শ গ্রাম ওজনের ইলিশ মাছ সংগ্রহ করে পাঠানো হচ্ছে। এর আগে যখন ইলিশ রপ্তানি হতো তখনও এই সাইজের ইলিশই পাঠানো হত। সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত গত কয়েকদিন যাবত বরিশাল ইলিশের পাইকারী বাজারে এই সাইজের (৬’শ থেকে ৯’শ) ইলিশ সংগ্রহ করা হয়। এরপর চলে প্যাকিং এর কাজ। বিকেলে প্যাকিং শেষে রাতে মাছ ভারতের উদ্দেশে রওয়ানা করে। তবে কি মূল্যে এই মাছ ভারত যাচ্ছে এবং শুধু বরিশাল থেকে কি পরিমাণ মাছ ভারতে যাবে সে ব্যাপারে কোন তথ্য জানাতে পারেনি কেউ।
সম্প্রতি প্রধানমন্ত্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ থেকে বন্ধুপ্রতিম দেশ ভারতের জন্য ৫’শ মেট্রিকটন ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত নেন। তারই অংশ হিসেবে বরিশাল থেকে ৩দিন যাবত মাছ পাঠানো হচ্ছে ভারতের উদ্দেশ্যে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.