ইরানের বিরুদ্ধে বিশ্ব নেতাদের একজোট হওয়ার আহ্বান ট্রাম্পের
ইরানকে রক্তপিপাসু আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে বিশ্ব নেতাদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সিরিয়া ও ইয়েমেনে যুদ্ধ উসকে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্টে ভাষণে উঠে আসে হংকং সঙ্কট, অবৈধ অভিবাসী ইস্যুসহ আরও নানা বিষয়। এদিকে, ট্রাম্পের আহ্বানের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার জন্য মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার 'আমেরিকা ফাস্ট' নীতির কথা তুলে ধরেন। জোর দেন জাতীয়তাবাদের ওপর। ট্রাম্প বলেন, গণতন্ত্র চাইলে ধরে রাখতে হবে সার্বভৌমত্ব, আর শান্তি প্রতিষ্ঠার জন্য চাই দেশের প্রতি ভালোবাসা।
কথা প্রসঙ্গে ইরান ইস্যুও চলে আসে তার বক্তব্যে। সৌদি আরবের তেল স্থাপনায় হামলার জেরে দেশটির ওপর চাপ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একজোট হতে অন্যান্য দেশগুলোকে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।
ডোনাল্ড ট্রাম্প বলেন, 'দায়িত্বশীল কোনো দেশের সরকারই ইরানের রক্তপিপাসায় ইন্ধন যোগাতে পারে না। ইরান যতোদিন ত্রাস সৃষ্টি করে যাবে ততদিন নিষেধাজ্ঞা তোলা হবে না, বরং তা আরো কঠোর করা হবে। তারা যখন সৌদি আরবের দুটি তেলক্ষেত্রে হামলা চালালো তারপর আমরা দেশটির ন্যাশনাল ব্যাংকের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলাম। এ ধারা বজায় থাকবে।'
তবে যুক্তরাষ্ট্র যে সবার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক সে কথাও স্মরণ করিয়ে দেন ট্রাম্প। একতরফা কোনো ব্যবস্থা নেওয়ার চেয়ে, সবাই মিলে সমন্বিত ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ভাষণ শেষে জাতিসংঘ সদর দফতরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও আলাদা বৈঠক হয় ট্রাম্পের।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.