সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    শিক্ষনীয় গল্প!

    wife
    একদা এক রাজা ছিলেন তিনি চারটি বিবাহ করেছিলেন।
    ☞চতুর্থ স্ত্রীকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং সবচেয়ে দামি এবং মূল্যবান গহনা এবং পোশাক আশাক দিয়ে সাজিয়ে রাখতেন।
    ☞তৃতীয় স্ত্রীকে তিনি ভালোবাসতেন এবং বিভিন্ন রাজ্যে যাতায়াত কালে সঙ্গে নিয়ে যেতেন। কিন্তু তিনি ভয় করতেন, একদিন সে উনাকে ফেলে রেখে চলে যাবে।
    ☞দ্বিতীয় স্ত্রীকেও তিনি ভালোবাসতেন।
    রাজ্যের যে কোন কাজে দ্বিতীয় স্ত্রীর পরামর্শ নিতেন।
    দ্বিতীয় স্ত্রী রাজাকে উনার ধন-সম্পদ গুছিয়ে
    রাখতে সাহায্য করতেন।
    ☞প্রথম স্ত্রী রাজার সেবায় সবসময় নিয়োজিত থাকত এবং অনেক ভালোবাসত অথচ রাজা প্রথম স্ত্রীকে ভালবাসতেন না। প্রথম স্ত্রী রাজার অবহেলিত স্ত্রী ছিলেন।
    (একদিন রাজার শরীর খারাপ হয়ে পড়ে এবং বুঝতে পারেন উনার কাছে খুব একটা সময় নেই। তিনি ভাবতে লাগলেন তিনি মারা গেলে একা হয়ে যাবেন।)
    ☞তাই তিনি চতুর্থ স্ত্রীকে জিজ্ঞেস করলেন:
    আমি তোমাকে অনেক বেশি ভালবেসেছি, অনেক খেয়াল রেখেছি, অনেক সম্পদ দিয়েছি কিন্তু এখন যখন আমি মারা যাচ্ছি তুমি কি আমার সাথে যাবে?" সম্ভব না! এই বলেই চতুর্থ স্ত্রী বের হয়ে গেল।
    ☞রাজা তৃতীয় স্ত্রীকে জিজ্ঞেস করলেন:
    আমি আমার সারাটা জীবন তোমাকে ভালবেসেছি, এখন যখন আমি মারা যাচ্ছি তুমি কি যাবে আমার সাথে? না, তুমি মারা যাচ্ছ, আমি তো মারা যাচ্ছি না, আমার জীবন এখনও বাকি আছে।
    ☞তারপর রাজা দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞেস করলেন: আমি তোমাকে ভালবেসেছি এবং যে কোন সাহায্যের দরকার পড়লে আমি তোমার কাছেই এসেছি এবং তুমি আমাকে কখনও ফিরিয়ে দেও নাই।এখন আমি মারা যাচ্ছি, আমি চাই তুমি আমার সাথে চল আমি দুঃখিত, আমি এইবার তোমাকে সাহায্য করতে পারবও না।
    যদি তুমি চাও তাহলে তোমার লাশ কবর পর্যন্ত নেয়ার ব্যবস্থা করতে পারি।
    ☞ঠিক তখন প্রথম স্ত্রী বলে উঠলেন:
    আমি যাব তোমার সাথে, যেখানেই তুমি যাবে আমি যাব তোমার সাথে। রাজা ফিরে দেখলেন উনার প্রথম স্ত্রীকে। যাকে তিনি সবসময় শুধুই অবহেলা করেছেন, যার কোন খেয়াল রাখেন নাই সে স্ত্রী উনার সাথে যেতে চায়। রাজা বললেন: আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। তোমাকে বুঝতে অনেক দেরি হয়ে গেছে।
    (আমাদের প্রত্যেকের কাছেও এমন ছারটা মূল্যবান এবং অতি-প্রিয় কিছু জিনিস আছে।)
    ☞আমাদের চতুর্থ সম্পদ হচ্ছে আমাদের শরীর। যাকে আমরা খুব বেশি ভালোবাসি। সুন্দর পোশাক পড়ে সৌন্দর্য বাড়াই, এবং অনেক টাকা খরচ করে শরীরের যত্ন নেই। কিন্তু মৃত্যুর সাথে সেই শরীর আমাদের ছেড়ে চলে যায়।
    ☞আমাদের তৃতীয় সম্পদ হচ্ছে আমাদের অর্জিত সম্পত্তি এবং মান-সম্মান এবং অর্থ। যা মৃত্যুর সাথে সাথে আমাদেরকে ত্যাগ করে।
    ☞আমাদের দ্বিতীয় সম্পদ হচ্ছে আমাদের পরিবার, আত্মিয় এবং বন্ধু- বান্ধব। মৃত্যুর পর যারা শুধুই কবর পর্যন্ত নিয়ে যাবে।
    ☞এবং প্রথম সম্পদ হচ্ছে আমাদের আমাদের আমল, আমাদের কর্ম। অর্থ, ক্ষমতা এবং আরাম আয়েসের পেছনে ছুটতে গিয়ে যে সম্পদকে আমরা সারাজীবন ধরে অবহেলা করি, সেই সম্পদ শেষপর্যন্ত আমাদের সাথে থাকে এবং মৃত্যুর পরেও আমাদের সাথে যাবে। আর সেটা যদি ভালো হয়, তাহলে কবরে আলো হিসেবে কাজ করবে। জাহান্নামের আগুন থেকে বাচাবে। আর যদি খারাপ হয় তবে তা আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে।
    তাই আমরা ভালো আমল অর্জন করি, ভালো পথে চলি। আল্লাহ আমাদের আমল করার তওফিক দান করুন৷
    আমীন আমীন আমীন ৷

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !