‘চীনের মধ্যস্থতা ছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধান অনিশ্চিত’ !
রোহিঙ্গা বিষয়ে চীনের মনোভাব পরিবর্তন হয়েছে জানিয়ে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তাদের মধ্যস্থতা ছাড়া এ সমস্যার সমাধান অনিশ্চিত। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরেও এ বিষয়ে সহযোগিতা চাওয়া হবে। বিকেলে মন্ত্রণালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। একইদিন আলাদা এক অনুষ্ঠানে তিনি জানান, যাচাই বাছাইয়ের মাধ্যমে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দিতে মিয়ানমার রাজি হয়েছে।দু'দেশের মধ্যে সম্পর্ক সবচেয়ে ভালো, আবার অমীমাংসিত বিষয়ও রয়েছে বেশ কিছু।
এ মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম যাচ্ছেন ভারত সফরে। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরে সীমান্তে হত্যা, চোরালাচালান বন্ধ, ভিসা সহজীকরণ, সন্ত্রাসবাদ রোধ, বাণিজ্য সম্প্রসারণ, নৌ ও সমুদ্রপথে যোগাযোগ বৃদ্ধিসহ নানা ইস্যুতে ১০টির বেশি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। তিস্তাসহ অভিন্ন নদীগুলোর বিষয়ে কাঠামোগত চুক্তি নিয়ে হবে আলোচনা। আলোচনা হবে রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতা নিয়েও।
পররাষ্ট্রমন্ত্রী এক আবদুল মোমেন বলেন. আগামী ৫ অক্টোবর সকাল সাড়ে এগারোটায় উভয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উভয় দেশে প্রতিনিধিদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের সকল বিষয়ে আলোচনা হবে। গঙ্গার পানি বণ্টন চুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষে, উভয় দেশের যৌথ উদ্যোগ গ্রহণ হবে।
এদিকে জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক আলোচনার অগ্রগতি নিয়ে বুধবার (অক্টোবর) সকালে আলাদা এক অনুষ্ঠানে কথা বলে মন্ত্রী।পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার স্বীকার করেছে তাদের ফর্মে যথেষ্ট ভুল রয়েছে। তারা নতুন ফর্ম তৈরি করবে এবং প্রত্যেককে ন্যাশনাল আইডি কার্ড দিবে। এটা একটা অর্জন। সারা বিশ্ববাসী মনে করে মিয়ানমার এই সমস্যা সৃষ্টি করেছে মিয়ানমারকেই সমস্যার দূর করতে হবে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.