সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    সাকিবের ১ বছরের নিষেধাজ্ঞা ও আমাদের প্রাপ্তি!

    sh-2.jpg

    সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরান্ডার। যাকে বিশ্বের যেকোন দেশের ক্রিকেট প্রেমীরা চেনে। ক্রিকেট বিশেষ নৈপুণ্যের জন্য সাকিব আল হাসান সবার কাছে প্রিয়। বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে তার অবদার অনেক। 

    কিন্তু তারপরও কিছু কথা থেকে যায়। যা না বললেই নয়। কিছু দিন আগে সাকিব ও তার সতির্থ ক্রিকেটাররা সাংবাদিক সম্মেলন করে বিসিবির বিরুদ্ধে আন্দোলন করলেন বেতন বাড়ানোর জন্য। তাদের বেতন প্রায় ৪০০০০০ টাকা, যেখানে প্রধানমন্ত্রীল-রাষ্ট্রপতির বেতন ১০০০০০-১৫০০০০ টাকা। তারপর তাদরের বেতন বাড়াতে হবে। বিষয়টি তারা আন্দোলন না করেও অন্য ভাবেও বিসিবিকে জানাতে পারতো। তাদের  একাজটি অনেকেই ভাল দৃষ্টিতে দেখে নি। 

    বিসিবি তাদের দাবিকে যৌক্তিক মনে করে বেতন বাড়িয়েছে। কিন্তু তার এক সপ্তাহ না ঘুরতেই ২ বছরের জন্য সাকিব নিষিদ্ধ হলেন। পরে ভুল স্বীকার করার কারণে ১ বছর মাপ হয়ে নিষেধাজ্ঞা হল ১ বছর। কথায় অছে, ‍"বেশি লোভ করলে কমও মিলে না"

    সাকিবের যে নিষেধাজ্ঞা আইসিসি দিয়েছে তা আমার কাছেও মেনে নেওয়া কষ্টকর। সাকিব খেলুক, খেলার সুযোগ তাকে দেওয়া হউক, সেটা আমি নিজেও মন থেকে চাই।আমার মত অনেকেই সে আবেগে রাস্তায় দাড়িয়ে মানব বন্ধন করছে, ফেস বুকে লিখছে, বলছে, "নো সাকিব, নো ক্রিকেট"। কথা শত ভাগ সত্য, হক কথা। কোন দ্বিমত নেই। 

    কিন্তু একবার কি আমরা ভেবেছি, উপরয়ালা না করুক,  সাকিব যদি সত্যিই ইনজুরিতে পড়তো, আহত হতো বা মারা যেতো! তবে আমরা কি করতাম?  তবে কি ক্রিকেট বন্ধ থাকতো?

    তাই সাকিবের শুভ কামনা ও তার শাস্তি মৌকুফের জন্য চেষ্ঠার পাশাপাশি ও এখন থেকেই এক সাকিবের বিকল্প দশ সাকিব তৈরীতে হাত দিতে হবে। যাতে ভবিষ্যতে এক সাকিবের কিছু হলে বাকিরা তার জায়গাটা পুরণ করতে পারে। তা না হলে জাতির অনেক বড় ক্ষতি হয়ে যাবে যা কখনো পূরণ হবে না। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !